জব সেক্টর পরিচিতি(ইইই)

Electrometa-welcome here

অনেকেরই চিন্তা থাকে,  ইইই তে বিএসসি করে কোথায় জব করব, কোথায় কোথায় ইইই এর AE পোস্টে জব অ্যাভেইলঅ্যাবল আছে, কিভাবে কি কি পড়ে প্রিপারেশন নিতে হবে।
আজকের আর্টিকেলে সেইসব বিষয়ে ধারণা দেওয়া হবে:

প্রথমেই যে যে প্রতিষ্ঠানে AE(EEE)  পোস্ট রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক:

১. পিজিসিবি(PGCB)

 বাংলাদেশের পাওয়ার সেক্টরের সবচেয়ে ঈর্ষনীয় জব বলা হয়ে থাকে, পরীক্ষা বুয়েটে+মিস্টে হয়ে থাকে। তবে বুয়েটেই বেশি।
ট্রান্সমিশনের সাথে জড়িত থাকার কারণে গ্রিড মেইন্টেইন করার কাজ এদের আন্ডারে।
সবচেয়ে তুমুল প্রতিযোগিতা হবে থাকে এই প্রতিষ্ঠানের পোস্টে।
৮০/১০০ মার্কের পরীক্ষা হয়, যেখানে, ডিপার্টমেন্ট(৬০/৮০) এবং নন ডিপার্টমেন্ট (২০) মার্ক। 
নন ডিপার্টমেন্ট এর জন্যে বাংলা, ইংলিশ, অ্যানালিটিকাল অ্যাবিলিটির প্রশ্ন আসে

২. বিপিডিবি(BPDB)

 বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড।
দেশের পাওয়ার সেক্টরের যাদের অবদান কতটা তা সবাই জানেন।
পরীক্ষা বুয়েটে+মিস্টে হয়ে থাকে।
মার্কস ডিস্ট্রিবিউশন পিজিসিবির মতই কিছুটা,তবে প্রশ্ন বেসিকের উপর থেকেই করা হয়।
ডেপ্ট+নন ডেপ্ট এখানেও রয়েছে
ওভারঅল মার্কস দেখা হয় রিটেনে তাই দুই দিকেই খেয়াল রাখা উচিত।

৩.ডিপিডিসি(DPDC)

ঢাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড
পরীক্ষা বুয়েট+মিস্টে হয়, তবে বুয়েট তাদের নিয়মতান্ত্রিক উপায়ের জন্যে বেশিরভাগ সময় দায়িত্ব পেয়ে থাকে
এক্সাম ৮০/১০০ মার্ক, ডেপ্ট+নন ডেপ্ট মিলিয়ে।
 

৪. ডেসকো(DESCO)

ঢাকা ইলেক্ট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানী লিমিটেড,  এদের কাজ ও ঢাকায় পাওয়ার সাপ্লাই দেয়া।
এক্সাম বেশিরভাগ সময় বুয়েটের হয়
মার্কস ডিস্ট্রিবিউশন আগের মতই।

৫.বিডব্লুডিবি(BWDB)

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এখানেও কিছু সংখ্যক সহকারী প্রকৌশলী নেওয়া হয়, এক্সামটেকার বুয়েট, ১৮ সালে বুয়েটেই হয়েছে।
মার্কস ডিস্ট্রিবিউশন ৮০/১০০ এর মধ্যেই থাকে

৬. নেসকো(NESCO)

নর্দাণ ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড, আগে NWPGCL নামে পরিচিত ছিল
পরীক্ষা, রুয়েটে হয়, ৮০/১০০ মার্কসে।
নিয়োগ ও নর্দান অঞ্চলে হয়ে থাকে।

৮. ওজোপাডিকো(WZPDCL)

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড,  পরীক্ষা কুয়েটে হয়ে থাকে, প্রশ্নের মান কিছুটা সহজ হয়ে থাকে পিজিসিবির তুলনায়।
মার্কস ডিস্ট্রিবিউশন সবগুলার ই একি রকম, ৮০/১০০.
শুধু ডেপ্ট আর নন ডেপ্টের মার্কস ভ্যারি করে কিছুটা, বছরভেদে।
 
এছাড়াও বাংলাদেশ ব্যাংকে এডি পদে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়, সেখানে AE পোস্ট ও রয়েছে, প্রতি ব্যাংকেই বছর বছর কিছু AE পোস্টে নিয়োগ হয়।
 
এছাড়া রয়েছে 

#আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড, 

#বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেড, 

#তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড,
 #ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী লিমিটেড, 

#নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী লিমিটেড, 

#গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড, 
#বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড, 

#বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিস কর্পোরেশন, 
#কোল পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড, 

#বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, 
#রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড,
#বিআর পাওয়ারজেন লিমিটেড, 
#বাংলাদেশ ক্যাবল ইন্ড্রাস্ট্রিজ
#বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড,
#পল্লী বিদ্যুতায়ন বোর্ড,
#এক্সপোর্ট প্রসেসিং জোন,
#মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস,
#বিটিসিএল,
#পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড
ইত্যাদি

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে, প্রাইভেট পাওয়ার প্ল্যান্টগুলো, বিসিএস এ নন ক্যাডারে AE পদের বছর বছর নিয়োগ হয়।
তাই অকাজে সময় ব্যয় না করে প্রিপারেশন শুরু করে দিন, যেন খুব দ্রুত আপনি সেখানে পৌছাতে পারেন।

পরবর্তিতে সিলেবাস নিয়ে জানানো হবে
ধন্যবাদ সকলকে
#ঘরেথাকুন_সুস্থথাকুন।

 



GIS-GAS INSULATED SWITCHGEAR

Electrometa-welcome here
#41

GAS INSULATED SWITCHGEAR

GIS কি?


- গ্যাস ইন্সুলেটেড সুইচগিয়ার, যেখানে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ব্যবহার করা হয় ইন্সুলেটিং মিডিয়াম হিসেবে, যার চাপ থাকে প্রায় ৪০০-৬০০কিলোপ্যাস্কেল।

বর্তমানে কোনটা ব্যবহার করা হয়?



-AIS, AIR INSULATED SWITCHGEAR.

বৈদ্যুতিক ট্রান্সফরমারের মাধ্যমে সিস্টেমের প্রয়োজনে ভোল্টেজ স্টেপ আপ কিংবা স্টেপ ডাউন করা হয়। আর এই ট্রান্সফরমারের প্রটেকশন, বৈদ্যুতিক বিভিন্ন ম্যাজারিং এবং সুইচিং এর জন্য তার দুই সাইডে দুই সেট সুইচগিয়ার ব্যবহৃত হয়। ট্রান্সফরমার এবং সুইচগিয়ার এই দুই মিলেই বৈদ্যুতিক উপকেন্দ্র বা সাব-স্টেশন।

বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন বিতরণ ব্যবস্থায় এয়ার ইনসুলেটেড সুইচগিয়ার যা AIS নামে অদ্যাবধি বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ব্যাপকহারে ব্যবহৃত হয়ে আসছে। যার সকল কম্পোনেন্ট এয়ার দ্বারা ইনসুলেটেড থাকে.


GIS কেন ব্যবহার করব?


- Economic efficiency
- high reliability
- safe encapsulation
-high degree of gas tightness
- low life cycle and maintenance cost
- easy access
- high availability
- long service life
- small space needed(প্রচলিত সাবস্টেশন এর ১০ ভাগের ১ ভাগ মাত্র)
- low weight
- noise and field emission extremely low
এছাড়াও-

GIS সিস্টেমে কপার বাসবার সমূহের কন্ট্রাক্ট পয়েন্ট, ত্রি পজিশান সুইচ (আইসোলেটর,আর্থিং) ও Vacuum সার্কিট ব্রেকারটি SF6 গ্যাস দ্বারা ইনসুলেটেড থাকে। এই SF6 গ্যাস সুইচিং জনিত সৃষ্ট আর্ক নিবারণ করে থাকে। ফলে দুর্ঘটনা মুক্ত হয় পুরো সাব-স্টেশনসহ কনজুমারের বিভিন্ন এ্যাপ্লায়েন্স সমূহ। সাথে সাথে গ্রাহক পায় নিরবিচ্চিন্ন বিদ্যুৎ। 

এই GIS সিস্টেমে সার্কিট ব্রেকারের ইন্টারাপ্টারটি Vacuum প্রকোষ্ঠের ভিতরেই অপারেট হয়। Vacuum প্রকোষ্ঠের মধ্যে কন্টাক্ট জনিত আর্ক Vacuum এর ফলে খুব বেশি সম্প্রসারিত হতে পারে না। আর কোন কারণে আর্ক নিবারনে Vacuum যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে গ্যাস চেম্বারের SF6 গ্যাস সেকেন্ডারি প্রটেকশান হিসেবে কাজ করে আর্ককে নিয়ন্ত্রনে রাখে। অর্থাৎ GIS সিস্টেমে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে ডাবল প্রটেকশান।

খারাপ দিকগুলো হলঃ


  1. কন্টিনিউয়াস মনিটরিং
  2. খরচ অনেক বেশী
  3. ডাস্ট ঢুকলে ফ্ল্যাশওভার ঘটবে
  4. ফল্ট হলে লোকেশন খুঁজে বের করা কষ্টসাধ্য
  5. কয়েকবছর পর পর গ্যাস চেঞ্জ করা আবশ্যক


যা যা থাকে এর ভিতরে?


- সাধারন সুইচগিয়ার এর মতই সব থাকে এর মধ্যে, তবে তা গ্যাস দ্বারা ইন্সুলেটেড করা থাকে অনেকটা ক্যাপসুল এর মতই।
চিপ্সের প্যাকেটের সাথে তুলনা করা যায়, বায়ুশূন্য চিপ্সের প্যাকেটটি সুইচগিয়ার এবং প্যাকেটের ভিতরে থাকা চিপ্স গুলো ইকুইপমেন্টকোনো কারণে প্যাকেট লিক হয়ে গেলে যেমন চিপ্স ড্যাম হয়ে যায়, ঠিক তেমনি কোথাও লিক হয়ে সিস্টেম ফল্ট ডিটেক্ট করে অফ কিংবা শাটডাউন করে ফেলে।


. সার্কিট ব্রেকার ইন্টারাপ্টার ইউনিট


. স্প্রিং মেকানিজম উইথ সার্কিট ব্রেকার কন্ট্রোল ইউনিট

. বাসবার-

. বাসবার বিচ্ছিন্নকারক

. বাসবার -

. বাসবার বিচ্ছিন্নকারক -২

.আর্থিং সুইচ

. ফিডার বিচ্ছিন্নকারক

. কারেন্ট ট্রান্সফর্মার

১০. ভোল্টেজ ট্রান্সফর্মার

১১. ক্যাবল সিলিং

১২.সার্জ অ্যারেষ্টার

১৩। অটো ট্রান্সফর্মার



রেঞ্জ কত?



৭২. কেভি-১২০০কেভি পর্যন্ত.


লাইফটাইমঃ



সুইচগিয়ারটির লাইফ টাইম প্রায় পঁচিশ বছরের কাছাকাছি হয়ে থাকে। তবে সাব-স্টেশন ভবনের তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি মেইনটেইন করলে এর লাইফ টাইম পঁয়ত্রিশ বছর পর্যন্ত হবার সম্ভাবনা থাকে।

দেশের প্রথম জিআইএস বেজড সাবস্টেশন ঃ


গুলশান গ্রীড- ১৩২(এই সাইড অনলি )/৩৩কেভি (২০০৭)





BD POWER SYSTEM ALL IN ONE

Electrometa-welcome here::::::::::::::::::::::::::::



TOTAL GENERATION CAPACITY AT PRESENT: 21,629 MW(SEPT-2019)

1ST ELECTRICITY USED IN BD: AHSAN MANZIL ,1901

ELECTRICITY ACT FOLLOWED: 2018

HIGHEST GENERATED ELECTRICITY:12,893MW(29-5-2019)

ELECTRICITY IMPORTED FROM INDIA: 1197MW(2*500+197)

QUICK RENTAL PP: 1890MW

BIGGEST SOLAR POWER PLANT: 28MW, HNILA OF TEKNAF

TOTAL DISTRIBUTION LINE: 4,89,000CKT KM

TRANSMISSION LINE: 11,650CKT KM

TOTAL POWER PLANT: 145+

GRID SUBSTATION: 131

CONDUCTOR USED IN TRANSMISSION LINE: ACSR WITH OPTICAL FIBRE

SYSTEM LOSS: 11.96%

DISTRIBUTION LOSS: 9.60%

MAIN SOURCE OF FUEL: GAS(66%)

BIGGEST POWER PLANT: APSCL(1876MW)

HEART OF SUBSTATION: DC BACKUP

1ST HVDC SUBSTATION: VERAMARA

2ND HVDC SUBSTATION: DEBPUR,  COMILLA (500MW)

RAMPAL COAL PP: 1320 MW

MATARBARI ULTRA SUPER CRITICAL PP: 1200 MW

PAYRA THERMAL PP: 1320MW

COAL FIRED PP: BARAPUKURIA PP(525MW)

1ST NUCLEAR PP: RUPPUR NPP(2*1200MW)

2ND NPP: BARISAL (yet TO BE CONFIRMED)

400KV TRANSMISSION LINE: VERAMARA-INDIA

LARGEST TRANSMISSION LINE: KHULNA -VERAMARA(353CKT KM)

UNDER CONSTRUCTION LONGEST TRANSMISSION LINE: 700CKT KM( MOHESHKHALI- VULTA)

UNDER CONSTRUCTION 765KV TRANSMISSION LINE:

 MATARBARI (COX'S BAZAR)- VULTA (DHAKA)
BORONAGAR (INDIA)- PARBATIPUR

1ST ISOLATED GRID: HATIYA, NOAKHALI

NLDC SITUATED IN: AFTABNAGAR, RAMPURA, DHAKA

PER CAPITA ELECTRICITY CONSUMPTION: 510 KWh

HYDRO POWER PLANT: KAPTAI HYDRO POWER PLANT(230MW)

WASTE MANAGEMENT POWER PLANT: N.GANJ (3MW)

TOTAL UNIT RUNNING COUNTRYWIDE: 143+

UPCOMING HYDRO PP: SANGU RIVER(140MW), MATAMUHURI RIVER (75MW)

COUNTRY 1ST WIND POWER PLANT: SONAGAJI, FENI

100% POWER COVERAGE AREA: 340UPZILLA



COUNTRY 2ND WIND POWER PLANT: KUTUBDIYA, COX'S BAZAR



WASTE TO ENERGY TREATMENT PLANT: JALKURI, NARAYANGANJ (3MW)



FUEL SUPPLIER IN RNPP: TVEL FUEL COMPANY (RUSSIA)



PALLI BIDDUT SAMITI(PBS): 80


POWER HUB: ASUGANJ, SIDDHIRGANJ, PAYRA, SIRAJGANJ, MATARBARI, MODUNA.



LARGEST POWER HUB: MOHESHKHALI, 15 POWER PLANT IN A ZONE



HIGH GENERATION , LOW DEMAND AREA: SYHLET

LOW GENERATION HUGH DEMAND AREA: RANGPUR



NOTABLE GENERATION COMPANY:

 EGCB, RPCL ,BPDB  , APSCL ,BCMCL, KPCL,NWPGCL,WZPDCL, SUMMIT POWER, ORION,UNITED GROUP, SINHA GROUP etc.



TRANSMISSION COMPANY: PGCB



DISTRIBUTION COMPANY: DPDC,DESCO,PDB, NWPGCL,WZPDCL



FUEL TYPE: GAS, COAL, WIND, SOLAR, WASTE MANAGEMENT, HYDRO, HFO, HSD, LFO, OIL etc.



VOLTAGE LEVEL IN BD: 11-18KV, 33KV, 132KV, 220KV, 400KV.



COMMUNICATION MEDIUM SUBSTATION  to SUBSTATION: SCADA,PLCC


PER UNIT COST OF ELECTRICITY BY FUEL:



hydro- 1.32tk


gas: 2.8tk


coal: 7.38tk


furnace oil : 11.48tk


diesel: 19.30tk


 solar: 16.14tk


power imported from india: 5.94tk



MATARBARI PP PRODUCTION COST: 13TK/UNIT



ELECTRICITY COVERAGE: 93%

RENEWABLE POWER


CURRENT SITUATION

2041 PLAN




Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones