visual marker ball: Light for aircraft pilot


ট্রান্সমিশন লাইনে সাদা,কমলা,হলুদ,লাল রঙের বল ঝুলে থাকতে দেখা যায়:  তাদের কাজ’


ভিজ্যুয়াল মার্কার বল কিংবা মার্কার বল, এরিয়াল মার্কার বল নামেই অধিক পরিচিত। প্রায় ১৭ পাউন্ড বা কেজি ওজনের এবং সাইজে ,১২,২০,২৪ ইঞ্চির সমান বলগুলো দেখা যায়, নদী ক্রসিং এর সময়, বিশাল টাওয়ারের সাথে থাকা ট্রান্সমিশন লাইনে, পাহাড়ের কিনারে, এয়ারপোর্ট এরিয়ায় অধিক দেখা যায়, যেখানে বিমান উঠানামার হার অনেক বেশি থাকে।



আকাশপথে চলা বিমান, হেলিকপ্টার, ছোট ছোট এয়ারক্রাফট ইত্যাদি গুলো যেন হাইভোল্টেজ ট্রান্সমিশন লাইন দেখে এরিয়ে চলতে পারে সেজন্যেই পাওয়ার লাইনে এদের ব্যবহার করা হয়।

ওয়ার্নিং হিসেবে কাজ করে

আর উজ্জ্বল রঙ ব্যবহারের ফলে পাইলট কিংবা চালক অনেক দূর থেকেই বিষয়টা আচ করে পথ চেঞ্জ কিংবা এর অনেক উপর দিয়ে যেতে পারেন।

কেননা দূর থেকে এই ট্রান্সমিশন লাইনের কন্ডাকটর গুলো দেখাই যায় না, ফলে লাইনের সাথে জড়িয়ে গিয়ে মারাত্মক দূর্ঘটনা হতে পারে, সেটা রোধকল্পে এই কাজটি করা হয়ে থাকে।
ফলে একই থাকে কিছু কাজ করে থাকে:

- এয়ারক্রাফট এর নিরাপত্তা দেয়
- ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতির নিরাপত্তা সাধিত করে।
- ভাইব্রেশন ড্যাম্পার হিসেবেও কাজ করে, যাতে করে তুমুল বাতাসে এক কন্ডাকটর আরেক কন্ডাকটর এর সাথে লেগে গিয়ে শর্ট সার্কিট তৈরি করতে না পারে। এবং কম্পনজনিত বাধা কমিয়ে আনে, যাতে করে বাতাসে ছিড়ে না পড়ে যায়।

এতো গেলো দিনের বেলার কথা:

রাতের বেলায় এরা লাইন থেকে অল্প পাওয়ার নিয়ে জ্বলে থাকে ফলে অনেক দূর থেকে দেখা যায়,যেহেতু লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, এবং কমলা ব্যবহার করা হয় কারণ এটি ইন্টারন্যাশনাল ডেঞ্জার কালার।

আশেপাশের এলাকার উপর ভিত্তি করে এর রঙ নির্ধারণ করা হয় কমলা, হলুদ আর সাদার মধ্যে থেকেই,তারা যেন প্রায় . কিলোমিটার দূর থেকেই দৃশ্যমান হয়।

সবচেয়ে উপরের তারে বলটি লাগানো উচিত।
at night, the balls glows




Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones