এইযে, বৈদ্যুতিক তারে পাখি বসে থাকতে দেখা যায় কিন্তু এদের তো শক খেয়ে মরে যাবার কথা.
- কেন মরে না?
- এরা কি শক খায় না?
- খেলেও কখন শক খায়?
- মানুষের বেলার এমনটি ঘটা সম্ভব?
শুধুমাত্র একতারে বসে থাকলে সার্কিট কম্পলিট হয় না, কেননা কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই।
ফলে কারেন্ট অন্য কম রেজিস্টেন্সের পথ দিয়ে গিয়ে সার্কিট কম্পলিট করে থাকে, কেননা পাখির দেহের একটা নির্দিষ্ট রেজিস্টেন্স রয়েছে।
আমরা জানি যে, কারেন্ট নূন্যতম রেজিস্টেন্সের পথ দিয়ে অতিক্রম করতে চায়, ফলে পাখি যে তারে বসে আছে, সেখানে পাখির দেহের ভিতর দিয়ে না গিয়ে বাইপাস লাইন দিয়ে যাবে।
ফলে হাইভোল্টেজ লাইনেও পাখি নিরাপদ থাকে।
ছবিগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন বিষয় টা।
flow of current along another line |
এছাড়া এদের পায়ে রাবারের নরম প্যাড রয়েছে, আমরা জানি রাবার বিদ্যূৎ কুপরিবাহী, ফলে কারেন্ট যেতে পারে না দেহের ভিতর দিয়ে যা আরেকটি কারণ.
কিন্তু যদি একই সাথে দুই তারে পা দিয়ে থাকে কিন্তু কোনোকারণে ডানা স্পর্শ করে থাকে তখন আর এই তত্ত্ব খাটবে না,
দুই তারের মধ্যেকার পটেনশিয়াল ডিফারেন্স এর ফলে পাখির দেহের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে এবং পাখিটি লাইনে ফ্রাই হয়ে যাবে।
- মানুষের ক্ষেত্রেও একই ঘটনা।
ট্রান্সমিশন লাইনে হাত দিয়ে ঝুলে থাকলে সমস্যা নাই কিন্তু যদি একই সময় গ্রাউন্ড বা অন্য লাইন টাচ করে থাকে তবে সলিলসমাধি সম্পন্ন হবে।
To understand this topic |