SHOCK
কি পরিমাণ ইলেক্ট্রিক্যাল শক খেলে কি পরিমাণ ক্ষতি হবে????
মানবদেহের উপর কারেন্ট এর প্রভাব কয়েকটি ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করে থাকে:
শুকনা জায়গায় ৫০ভোল্ট পর্যন্ত সেফ, ভেজা জায়গায় সেটা হয়ে যায় ২৫ ভোল্ট অবশ্যই এসির ক্ষেত্রে
- - ভোল্টেজ
- - কারেন্ট প্রবাহের সময়
- - কারেন্টের মান
- - ফ্রিকোয়েন্সী
- - কারেন্ট প্রবাহের পথ
- - মানুষটির রিয়্যাক্ট করার ক্ষমতার উপরে
ডিসির ক্ষেত্রে সেটা ১২০ভোল্ট, সরাসরি কিংবা আলাদা সংস্পর্শে আসলে।
ফ্রিকোয়েন্সী বাড়ার সাথে সাথে দেহের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের ফলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে কমে যায়।
৫০-৬০হার্জ এর এসি কারেন্ট, সমপরিমাণ ডিসি কারেন্ট অপেক্ষা অধিক ক্ষতিসাধন করে থাকে।
ছবিতে তাদের মাত্রা দেখানো হয়েছে:
AC and DC Shock Comparison & its effect on human body |
দেহের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে তা নির্ভর করে দেহের রোধ এর উপরে। দেহের রোধ আবার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে:
হার্টের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে, কারণ হৃদপিন্ডের নিজস্ব ফ্রিকোয়েন্সী আছে, মিনিটে ৭২ বার, ৫০-৬০ হার্জের কারেন্ট গেলে মিনিটে হৃদপিন্ডের কম্পন্ন সংখ্যার তারতম্য ঘটে, ফলে হার্ট ফেইলার ঘটে।
- - আর্দ্র চামড়া
- - কনট্যাক্ট পয়েন্ট এ চামড়ার পুরুত্ব
- - ওজন
- - বয়স
- - লিঙ্গ
current & resistance in different parts of BODY |
যেসকল সমস্যার দেখা দেয় তা হল:
- - লুজ মোশন
- - শ্বাস কষ্ট
- - ব্যাথা
- - শারীরিকভাবে ক্লান্তি
- - ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন
- - কার্ডিয়াক অ্যারেষ্ট
- - জ্বালাপোড়া
জুল ইফেক্ট এর ফলেই শরীরে জ্বালাপোড়া ঘটে, আগুনে পুড়ে যাওয়ার মতই হয়.
সূত্রটি হল:এখানে, H= উৎপন্ন তাপ
H= i^2*R*t
বার্নিং এর কিছু ডিগ্রি আছে, যেমন : ১ ডিগ্রি, ২ ডিগ্রি ৩ ডিগ্রি, এর মধ্যে ৩ডিগ্রি সবচেয়ে মারাত্মক।
ছবিতে দেখে নেন, বয়সের উপরে কিভাবে নির্ভর করে কত % বেচে থাকা যায়:
Chart: American Burn Association Study of Body burns due to Electric Shock |
Fig: Current in various frequency