BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here



BPSC JOB Sector & Its preparation.

প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগরিকগণ বিসিএস জবের মাধ্যমেই বেশিরভাগ চেনে। এর যে ক্যাডার বাদেও নন ক্যাডার পদে এক্সাম + নিয়োগ হয়, তা অনেকেরই দৃষ্টিগোচর নয়।

বলে রাখা উচিত BPSC  ৯ম,১০ম,১১শ, ১২শ গ্রেডে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে এক্সাম নিয়ে থাকে।

আর সবচেয়ে বড় ব্যাপার এটা সরকারি জব...বিসিএস যেমন এটাও ঠিক তেমন, জাস্ট ক্যাডার টা নাই।    Powered BY : ELECTROVOLT

বাংলাদেশের অত্যন্ত মর্যাদা সম্পন্ন জবের মধ্যে এটি একটি।

অনেক হল এর পরিচিতি, কারো যদি আরো জানার আগ্রহ থাকে তাহলে, www.bpsc.gov.bd তে ঢুকে জেনে নিতে পারবেন।

এবার এক্সাম প্রসঙ্গে যাওয়া যাকঃ

####তিন ধাপে পরীক্ষা হয়ে থাকে।

1. এমসিকিউ টেস্ট, যা প্রিলিমিনারী নামে পরিচিত

2. রিটেন( প্রিলি পাস করলে রিটেনের জন্যে বসতে পারবেন )

3. সবশেষে ভাইভা

Powered BY : ELECTROVOLT 

 প্রিলি প্রসঙ্গে বলিঃ

 

পরীক্ষার্থী সংখ্যা যদি পদের অনুপাতে ১০০০ কিংবা তার বেশী হয়, তবে সেক্ষেত্রে এমসিকিউ টেস্ট নেওয়া যায়, আর যদি এর কম হয় তবে ডিরেক্ট রিটেন নেওয়া হয়।

 

এখানে ১০০ মার্কের পরীক্ষা দিতে হবে, ১ঘন্টা সময়।

 

বিষয়গুলো নিচের ছবিতে দেখে নিনঃ


 ·       বলে রাখি, প্রিলি তে নেগেটিভ মার্কিং আছে, ভুল হলে ০.৫০ কাটা, সো বি এক্সট্রা কেয়ারফুল।

Powered BY : ELECTROVOLT 

এবার আসি রিটেন এঃ

ছবিতে দেখে নিন মার্ক ডিস্ট্রিবিউশনঃ


এখানে টেকনিক্যালে মিনিমাম ২৪ পেতে হবে এবং সবমিলিয়ে মিনিমাম ৯০ পেতে হবে ভাইভার জন্যে কল পেতে চাইলে, নতুবা যেকোনে এক সাইডে কম পেলে, আপনি অকৃতকার্য হিসেবে গন্য হবে।

·       মাথা ঠাণ্ডা রেখে উভয় দিকে নজর দিন

 

এবার ভাইভা প্রসঙ্গ ঃ

#টেকনিক্যাল ৯ম গ্রেডের জন্যে ১০০ মার্কের ভাইভা নেওয়া হবে, ৪৫% মার্কস পেলে উত্তীর্ণ হবেন।

Powered BY : ELECTROVOLT

 এবার আসি সিলেবাসেঃ

ছবিতে দেখে নিন(with marks distribution)


Bangla Syllabus

English syllabus

Gk syllabus


Technical pattern

Powered BY : ELECTROVOLT

বিপিএসসি জব সেক্টরঃ

রেলওয়ে,গনপূর্ত বিভাগ, সকল সচিবালয়,মন্ত্রণালয়, কারিগরি প্রতিষ্ঠান সহ সরকারি যত বিভাগ রয়েছে, যেখানে AE পদের পোস্ট রয়েছে। প্রতিবছর সার্কুলার হতেই থাকে তবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ সময় লাগে।


Powered BY : ELECTROVOLT

6 comments:

  1. ভাই ডিপার্টমেন্ট এর ৪০ নম্বর এমসিকিউ কিভাবে পারবো সেই সম্পর্কে যদি জানাতেন
    এইটার সম্পর্কে কিছু সাজেশন দিতেন ভালো হত
    ধন্যবাদ

    ReplyDelete
    Replies
    1. Next e dewa hbe..follow kore rakhen

      Delete
    2. কবে দেয়ার সম্ভাবনা আছে

      Delete
  2. vai akahn a ki 1st class cgpa lage ki na aktu janaben?/mane amr cgpa 2.70 ami apply korte parbo kmn ??? aktu janaten jodi ???

    ReplyDelete
    Replies
    1. parben apply korte, kintu shortlist korle exam nao dite paren..Cg minimum 3 thaka safe

      Delete
  3. Textile engineering college er lecture r niyog ki akhan theke hoy??

    ReplyDelete

Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones