জব সেক্টর পরিচিতি(ইইই)

Electrometa-welcome here

অনেকেরই চিন্তা থাকে,  ইইই তে বিএসসি করে কোথায় জব করব, কোথায় কোথায় ইইই এর AE পোস্টে জব অ্যাভেইলঅ্যাবল আছে, কিভাবে কি কি পড়ে প্রিপারেশন নিতে হবে।
আজকের আর্টিকেলে সেইসব বিষয়ে ধারণা দেওয়া হবে:

প্রথমেই যে যে প্রতিষ্ঠানে AE(EEE)  পোস্ট রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক:

১. পিজিসিবি(PGCB)

 বাংলাদেশের পাওয়ার সেক্টরের সবচেয়ে ঈর্ষনীয় জব বলা হয়ে থাকে, পরীক্ষা বুয়েটে+মিস্টে হয়ে থাকে। তবে বুয়েটেই বেশি।
ট্রান্সমিশনের সাথে জড়িত থাকার কারণে গ্রিড মেইন্টেইন করার কাজ এদের আন্ডারে।
সবচেয়ে তুমুল প্রতিযোগিতা হবে থাকে এই প্রতিষ্ঠানের পোস্টে।
৮০/১০০ মার্কের পরীক্ষা হয়, যেখানে, ডিপার্টমেন্ট(৬০/৮০) এবং নন ডিপার্টমেন্ট (২০) মার্ক। 
নন ডিপার্টমেন্ট এর জন্যে বাংলা, ইংলিশ, অ্যানালিটিকাল অ্যাবিলিটির প্রশ্ন আসে

২. বিপিডিবি(BPDB)

 বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড।
দেশের পাওয়ার সেক্টরের যাদের অবদান কতটা তা সবাই জানেন।
পরীক্ষা বুয়েটে+মিস্টে হয়ে থাকে।
মার্কস ডিস্ট্রিবিউশন পিজিসিবির মতই কিছুটা,তবে প্রশ্ন বেসিকের উপর থেকেই করা হয়।
ডেপ্ট+নন ডেপ্ট এখানেও রয়েছে
ওভারঅল মার্কস দেখা হয় রিটেনে তাই দুই দিকেই খেয়াল রাখা উচিত।

৩.ডিপিডিসি(DPDC)

ঢাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড
পরীক্ষা বুয়েট+মিস্টে হয়, তবে বুয়েট তাদের নিয়মতান্ত্রিক উপায়ের জন্যে বেশিরভাগ সময় দায়িত্ব পেয়ে থাকে
এক্সাম ৮০/১০০ মার্ক, ডেপ্ট+নন ডেপ্ট মিলিয়ে।
 

৪. ডেসকো(DESCO)

ঢাকা ইলেক্ট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানী লিমিটেড,  এদের কাজ ও ঢাকায় পাওয়ার সাপ্লাই দেয়া।
এক্সাম বেশিরভাগ সময় বুয়েটের হয়
মার্কস ডিস্ট্রিবিউশন আগের মতই।

৫.বিডব্লুডিবি(BWDB)

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এখানেও কিছু সংখ্যক সহকারী প্রকৌশলী নেওয়া হয়, এক্সামটেকার বুয়েট, ১৮ সালে বুয়েটেই হয়েছে।
মার্কস ডিস্ট্রিবিউশন ৮০/১০০ এর মধ্যেই থাকে

৬. নেসকো(NESCO)

নর্দাণ ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড, আগে NWPGCL নামে পরিচিত ছিল
পরীক্ষা, রুয়েটে হয়, ৮০/১০০ মার্কসে।
নিয়োগ ও নর্দান অঞ্চলে হয়ে থাকে।

৮. ওজোপাডিকো(WZPDCL)

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড,  পরীক্ষা কুয়েটে হয়ে থাকে, প্রশ্নের মান কিছুটা সহজ হয়ে থাকে পিজিসিবির তুলনায়।
মার্কস ডিস্ট্রিবিউশন সবগুলার ই একি রকম, ৮০/১০০.
শুধু ডেপ্ট আর নন ডেপ্টের মার্কস ভ্যারি করে কিছুটা, বছরভেদে।
 
এছাড়াও বাংলাদেশ ব্যাংকে এডি পদে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়, সেখানে AE পোস্ট ও রয়েছে, প্রতি ব্যাংকেই বছর বছর কিছু AE পোস্টে নিয়োগ হয়।
 
এছাড়া রয়েছে 

#আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড, 

#বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেড, 

#তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড,
 #ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী লিমিটেড, 

#নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী লিমিটেড, 

#গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড, 
#বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড, 

#বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিস কর্পোরেশন, 
#কোল পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড, 

#বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, 
#রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড,
#বিআর পাওয়ারজেন লিমিটেড, 
#বাংলাদেশ ক্যাবল ইন্ড্রাস্ট্রিজ
#বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড,
#পল্লী বিদ্যুতায়ন বোর্ড,
#এক্সপোর্ট প্রসেসিং জোন,
#মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস,
#বিটিসিএল,
#পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড
ইত্যাদি

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে, প্রাইভেট পাওয়ার প্ল্যান্টগুলো, বিসিএস এ নন ক্যাডারে AE পদের বছর বছর নিয়োগ হয়।
তাই অকাজে সময় ব্যয় না করে প্রিপারেশন শুরু করে দিন, যেন খুব দ্রুত আপনি সেখানে পৌছাতে পারেন।

পরবর্তিতে সিলেবাস নিয়ে জানানো হবে
ধন্যবাদ সকলকে
#ঘরেথাকুন_সুস্থথাকুন।

 



2 comments:

Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones