১। পার্থক্য
২।কোনটা দিয়ে কি চালানো যায়?
৩। ভারী পাওয়ার ব্যাকাপ কে দেয়?
৪। ভোল্টেজ ফ্লাকচুয়েশন কার বেশী?
৫। কোনটির সার্কিট জটিল ?
| 
   
DIFFERENCE 
 | 
  
   
UPS: 
 | 
  
   
IPS: 
 | 
 
| 
   
1.    নাম 
 | 
  
   
Uninterrupted Power Supply 
 | 
  
   
Instant
  Power Supply 
 | 
 
| 
   
2.    
  মেকানিজমঃ 
 | 
  
   
ইউপিএস এ সাধারনত প্রথমে
  মেইন থেকে সরাসরি ইউপিএস এ কারেন্ট সাপ্লাই হয়। এই কারেন্ট এসি থেকে ডিসি তে কনভাট
  হয় এবং ধারাবাহিকভাবে ব্যাটারীকে চাজ করে। চাজিত ব্যাটারী থেকে পাওয়ার যায় সাইন
  ওয়েভ ইনভাটারে যেখানে ডিসি কনভাট হয়ে আবার এসি পাওয়া যায়। এই এসি থেকেই আমরা
  পিসি তে পাওয়ার পাই। 
 | 
  
   
আইপিএস এ সরাসরি ইনভাটারে মেইন সাপ্লাই কারেন্ট যায়। এই মেইন সাপ্লাই একই সময়ে
  আউটপুটেও যায়। অর্থাত একই সময়ে মেইন সাপ্লাই ব্যাটারী চাজ করে এবং আউটপুটে পাওয়ার
  দেয়। আইপিএস এ একটি সেন্সর এবং রিলে মেকানিজম থাকে যেটি কিনা সব সময়ই চেক করে যে
  মেইন সাপ্লাই থেকে পাওয়ার আসছে কিনা। যখনই মেইন এ পাওয়ার অফ হয়ে যায় তখনই এটি
  ট্রিগার করে ব্যাটারী থেকে চার্জ নেয়া শুরু করে। 
 | 
 
| 
   
3.     পাওয়ার ব্যাকাপ 
 | 
  
   
১০মিলিসেকেন্ড এ পাওয়ার
  ব্যাকাপ দিয়ে থাকে। 
 | 
  
   
কিন্তু এর ব্যাকাপ
  পাওয়ার দিতে বেশ কিছুক্ষণ সময় লাগে, এবং তা হতে পারে ৫০০মিলিসেকেন্ড-১সেকেন্ড এর
  কাছাকাছি। 
 | 
 
| 
   
4.    
  ফেজ  
 | 
  
   
শুধুমাত্র ১- ফেজ 
 | 
  
   
থ্রি-ফেজ ও হতে পারে। 
 | 
 
| 
   
5.    
  ক্যাপাসিটি 
 | 
  
   
ক্যাপাসিটি কম তুলনামূলক 
 | 
  
   
ক্যাপাসিটি বেশি ইউপিএস
  থেকে। 
 | 
 
| 
   
6.    
  ম্যাক্স পাওয়ার 
 | 
  
   
ম্যাক্স পাওয়ার ২-কেভিএ
  পর্যন্ত 
 | 
  
   
ম্যাক্স পাওয়ার ১৬-কেভিএ
  পর্যন্ত 
 | 
 
| 
   
7.    
  আউটপুট ওয়েভ 
 | 
  
   
স্কোয়ার ওয়েভ 
 | 
  
   
স্টেপ ওয়েভ 
 | 
 
| 
   
8.     ব্যাটারি সাইজ 
 | 
  
   
ব্যাটারি কম মানের
  দরকার হয়। 
 | 
  
   
ব্যাটারি বড় মানের
  দরকার হয়। 
 | 
 
| 
   
9.     রিসেট বা রিস্টার্ট 
 | 
  
   
নো রিসেট, রিস্টার্ট  নিডেড। 
 | 
  
   
রিসেট কিংবা রিস্টার্ট হতে পারে যন্ত্রপাতি। 
 | 
 
| 
   
10.  লাইনের ভোল্টেজ 
 | 
  
   
ভোল্টেজ ২২০ ভোল্ট
  এ সেট করা থাকে সবসময়। 
 | 
  
   
মেইন লাইনের সমান ভোল্টেজ
  পাওয়া যায়। 
 | 
 
| 
   
11.  চালানো যাবে 
 | 
  
   
ইউপিএস শুধুমাত্র একটি ডিভাইস অপারেট করতে পারে, যেমন : কম্পিউটার 
 | 
  
   
আইপিএস একের অধিক যন্ত্রপাতির জন্যে ব্যবহার করা যায় 
যেমন: টিভি, ফ্যান, লাইট, কম্পিউটার ইত্যাদি। 
 | 
 
| 
   
12.  সার্কিট 
 | 
  
   
সিম্পল 
 | 
  
   
জটিল 
 | 
 
| 
   
13.  ভোল্টেজ ড্রপ 
 | 
  
   
পাওয়ার বা ভোল্টেজ ড্রপ আছে, যা যন্ত্রপাতির জন্যে ক্ষতিকর। 
 | 
  
   
পাওয়ার বা ভোল্টেজ
  ড্রপ আছে, যা যন্ত্রপাতির জন্যে ক্ষতিকর। 
 | 
 
| 
   
14.  ব্যয় 
 | 
  
   
কম 
 | 
  
   
তুলনামূলক অনেক বেশি 
 | 
 
