ট্রান্সফর্মারের সিলিকা জেল: কার্যপ্রণালী
মানুষ যেমন নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়,ব্রিদার ও ট্রান্সফরমার এর ক্ষেত্রে সেই কাজ টাই করে।
ব্রিদার: কোনো কারণে ট্রান্সফরমারের ভিতরে থাকা ইনস্যুলেটিং ওয়েল গরম হয়ে গেলে উৎপন্ন গ্যাস বের করে দিয়ে স্বাভাবিক অবস্থা বজায় রাখে। যা ব্রিদিং আউট নামে পরিচিত।
আর যখন আগের অবস্থায় ফিরে যায়, তখন বাইরে থেকে জলীয়বাষ্প গ্রহন করে,যা ব্রিদিং ইন নামে পরিচিত।
গ্রহন করা বাতাসে যে জলীয়বাষ্প থাকে তা ট্রান্সফরমার ওয়েলের জন্য ক্ষতিকর,সে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সিলিকা জেল ব্যবহার করা হয়ে যা বাতাস থেকে জলীয়বাষ্প আলাদা করে শুষ্ক বাতাস ট্রান্সফরমারে এ পাঠায়।
নতুন অবস্থায় সিলিকা জেলের রঙ নীল,
সিলিকা জেলের দানাগুলো জলীয়বাষ্প দ্বারা স্যাচুরেট হয়ে গেলে গোলাপী বর্ণ ধারণ করে।
ফলে তখন বুঝা উচিৎ যে, সিলিকা জেল বদলাতে হবে।
১৮০-২০০ ডিগ্রি তাপমাত্রায় গোলাপী বর্ণের সিলিকা জেলের পাত্রে রেখে উত্তপ্ত করলে পূনরায় নীল বর্ণ ধারণ করবে যা পূনরায় ব্যবহার যোগ্য।
ব্রিদারের নীচে একটি ওয়েল ক্যাপ থাকে যা বায়ুতে থাকা ডাস্ট পার্টিকেল জমা করে নিয়ে বায়ুকে বিশুদ্ধ করে ট্রান্সফরমারে পাঠায়।
নিচের ছবিতে দেখে নিন: