সেফটি: ডিস্ট্রিবিউশন সাবস্টেশন

Electrometa-welcome here




একটা ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে কি কি সেফটি প্রসিডিউর + ইকুইপমেন্ট মেইন্টেইন করা হয় তা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব:

প্রথমেই বলে নেয়া ভালো আমরা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি,যা গ্রাহক প্রান্তে অবস্থিত।
ফিডারের মাধ্যমে সাবস্টেশন থেকে বিদ্যুৎ নিয়ে গ্রাহকের কাছে পৌছে দেওয়া হয়ে থাকে।
যে সকল ইকুইপমেন্ট থাকে তার তালিকা:

Distribution Transformer

Circuit breaker
Lightning Arrester
Air Break (AB) switches / Isolator
Insulator
Busbar
Capacitor Bank
Earthing
Fencing
Distribution panel board


- ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার:

স্টেপ ডাউন ট্রান্সফর্মার যা 11 অথবা 33KV কে ৩৮০-৪১৫V (line to line) এবং ২২০V(phase to neutral) কনভার্ট করে কিন্তু ফ্রিকুয়েন্সীর কোনোরুপ পরিবর্তন ছাড়াই।
এর কিছু অংশ রয়েছে যা নিম্নে দেখানো হয়েছে:

Primary winding

Transformer tank
Cooling tubes
Buchholz Relay
Tap changer
Oil outlet valve
L.T. terminals
Temperature gauge
Secondary winding
Conservator
Breather
Explosion vent
Oil inlet valve
Oil level indicator
H.T. terminals




- সার্কিট ব্রেকার:

রিলের দ্বারা ফল্ট ডিটেক্ট করে কয়েক মিলিসেকেণ্ডের মাঝেই সাপ্লাই কাট অফ করে দিয়ে সিস্টেম কে নিরাপদ রাখে।
Oil, Air blast, vaccum, SF6 ইত্যাদি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে।
মেইনলি অয়েল, এয়ার আর ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে ব্যবহার করা হয়।

- লাইটনিং অ্যারেস্টর:

ইহা একটি প্রটেক্টিভ ডিভাইস যা সাবস্টেশনের সকল মূল্যবান ইকুইপমেন্ট+ কর্মীদের কে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে থাকে। ব্জ্রপাতের সময় অতিরিক্ত ভোল্টেজ কে আটকে মাটিতে প্রেরণ করে দেয়।
বজ্রপাতের সময় কি পরিমাণ কারেন্ট ভোল্টেজ উৎপন্ন হয় তা দেখে নেওয়া যাক:

Voltage: 2 × 10^8 volts

Current: 2 × 10^4 Amps
Duration: 10^5 seconds
Power: 8 × 10^5 kW


- আইসোলেটর বা এয়ার ব্রেক সুইচ:

কোনো ইকুইপমেন্ট কে মেইন্টেনেন্স এর জন্যে কিংবা সিস্টেম থেকে আলাদা করার জন্যে অথবা এক বাসবার থেকে আরেক বাসবারে লোড ট্রান্সফার করার জন্যে এটি ব্যবহার করা হয়ে থাকে।
দুই ধরনের সুইচ আছে, ভার্টিক্যাল হরিজন্টাল।

- ইন্সুলেটর:



মেক্যানিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি লাইভ কন্ডাক্টর কে ইন্সুলেট করার জন্যে ব্যবহার করা হয়ে থাকে।
নাইলে সাপোর্টিভ structure  স্পর্শ করলে শক অনুভব হতে পারে।
সিস্টেমের নির্ভরযোগ্যতা বাড়ায় সেই সাথে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।

- বাসবার:

এনার্জি ট্রান্সফার করার জন্যে কপারের তৈরি পাত যা একসাথে অনেকগুলো ইকুইপমেন্ট কে কানেক্ট করে রাখে।

- ক্যাপাসিটর ব্যাংক:

সিরিজ প্যারালাল যুক্ত রাখা হয় ক্যাপাসিটর কে যাতে পাওয়ার ফ্যাক্টর এর মান খুব কমে না যেতে পারে। রিয়াক্টিভ পাওয়ার এর মান কমিয়ে সিস্টেম এর ক্ষমতা বাড়ায়। কেননা ক্যাপাসিটর ভোল্টেজ লিড করে কারেন্ট কে।

লোড অনুযায়ী এর মান পরিবর্তন করা আব্যশক।

- আর্থিং:

কম রোধের তার ব্যবহার করা হয়ে ইকুইপমেন্ট + পার্সোনেল এর নিরাপত্তার জন্যে যাতে লিকেজ কারেন্ট থাকলে তা গ্রাউন্ডে চলে যেতে পারে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই।

লোহার বেষ্টনী :

অনিয়ন্ত্রিত প্রবেশ রোধের জন্যে ব্যবহার করা হয়ে থাকে এবং গরু ছাগল যাতে ঢুকে সিস্টেম ক্রাশ না করতে পারে।
এর উচ্চতা . মিটারের কম হওয়া উচিত নয়।

- ডিস্ট্রিবিউশন প্যানেলবোর্ড:

কন্ট্রোল রুমে সকল সার্কিট ব্রেকার, কন্ট্রোল ইকুইপমেন্ট,  মিটার রিলে ইত্যাদি বসানো থাকে ,  যা আর্থিং কন্ডাকটর দিয়ে আর্থ করা হয়।
রুমের সামনে রাবার ম্যাট বসানো উচিত যাতে করে ময়লা আবর্জনা মুক্ত কন্ট্রোল রুল নিশ্চিত করা যায়।

Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones