কি পরিমাণ ইলেক্ট্রিক্যাল শক খেলে কি পরিমাণ ক্ষতি হবে????

Electrometa-welcome here

SHOCK


কি পরিমাণ ইলেক্ট্রিক্যাল শক খেলে কি পরিমাণ ক্ষতি হবে????

মানবদেহের উপর কারেন্ট এর প্রভাব কয়েকটি ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করে থাকে:
  1. - ভোল্টেজ
  2. - কারেন্ট প্রবাহের সময়
  3. - কারেন্টের মান
  4. - ফ্রিকোয়েন্সী
  5. - কারেন্ট প্রবাহের পথ
  6. - মানুষটির রিয়্যাক্ট করার ক্ষমতার উপরে
শুকনা জায়গায় ৫০ভোল্ট পর্যন্ত সেফ, ভেজা জায়গায় সেটা হয়ে যায় ২৫ ভোল্ট অবশ্যই এসির ক্ষেত্রে
ডিসির ক্ষেত্রে সেটা ১২০ভোল্ট, সরাসরি কিংবা আলাদা সংস্পর্শে আসলে।


ফ্রিকোয়েন্সী বাড়ার সাথে সাথে দেহের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের ফলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে কমে যায়।

৫০-৬০হার্জ এর এসি কারেন্ট,  সমপরিমাণ ডিসি কারেন্ট অপেক্ষা অধিক ক্ষতিসাধন করে থাকে।
ছবিতে তাদের মাত্রা দেখানো হয়েছে:


 AC and DC Shock Comparison & its effect on human body


দেহের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে তা নির্ভর করে দেহের রোধ এর উপরে। দেহের রোধ আবার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে:

  1. - আর্দ্র চামড়া
  2. - কনট্যাক্ট পয়েন্ট এ চামড়ার পুরুত্ব
  3. - ওজন
  4. - বয়স
  5. - লিঙ্গ
হার্টের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে, কারণ হৃদপিন্ডের নিজস্ব ফ্রিকোয়েন্সী আছে, মিনিটে ৭২ বার, ৫০-৬০ হার্জের কারেন্ট গেলে মিনিটে হৃদপিন্ডের কম্পন্ন সংখ্যার তারতম্য ঘটে, ফলে হার্ট ফেইলার ঘটে।
current & resistance in different parts of BODY

যেসকল সমস্যার দেখা দেয় তা হল:


  1. - লুজ মোশন
  2. - শ্বাস কষ্ট
  3. - ব্যাথা
  4. - শারীরিকভাবে ক্লান্তি
  5. - ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন
  6. - কার্ডিয়াক অ্যারেষ্ট
  7. - জ্বালাপোড়া
ইলেক্ট্রিক্যাল শকের ফলে ঘটা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন এর ফলে হৃদপিন্ডের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, ফলে কার্ডিয়াক অ্যারেষ্ট এবং ব্রেইনে সিগ্ল্যাল পাঠানো বন্ধ হয়ে যায়, ফলে খুব তাড়াতাড়ি মৃত্যু ঘটে।
জুল ইফেক্ট এর ফলেই শরীরে জ্বালাপোড়া ঘটে, আগুনে পুড়ে যাওয়ার মতই হয়.

সূত্রটি হল:
H= i^2*R*t
এখানে, H= উৎপন্ন তাপ

বার্নিং এর কিছু ডিগ্রি আছে, যেমন : ১ ডিগ্রি, ২ ডিগ্রি ৩ ডিগ্রি, এর মধ্যে ৩ডিগ্রি সবচেয়ে মারাত্মক।

ছবিতে দেখে নেন, বয়সের উপরে কিভাবে নির্ভর করে কত % বেচে থাকা যায়:

Chart: American Burn Association Study of Body burns due to Electric Shock


Fig: Current in various frequency 

Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones