Showing posts with label Role of stone in substation. Show all posts
Showing posts with label Role of stone in substation. Show all posts

Role of stone in substation








#28
আজকের টপিক: ইলেক্ট্রিক্যাল  সাবস্টেশনে পাথর বিছিয়ে রাখার গুরুত্ব:

কখনো কি ভেবেছেন, পাথর কেন??
বালু, মাটি থাকতে এত টাকা খরচ করে পাথর কেন বিছাতে হবে??

কারণ:

- সাবস্টেশনে ব্যবহার করা হয় হাই রেটিং এর পাওয়ার ট্রান্সফর্মার, প্রায় কয়েক এমভিএ এর উপরে থেকে কয়েকশ এমভিএ পর্যন্ত,যেগুলো কুলিং করার জন্যে এবং ইন্সুলেশনের জন্যে ব্যবহার করা হয় তেল(পাইরানল ওয়েল)  মাঝে মাঝে কিছুদিন পর-পর তেল পরিবর্তনের সময় কিছু তেল চুইয়ে চুইয়ে মাটিতে পড়ে, যেকোনোভাবে তাতে আগুন লেগে গেলে সাবস্টেশন পুড়ে ছাই হতে বেশি সময় লাগবে না, তাই পাথর ব্যবহার করা হয় যাতে তেল চুইয়ে চুইয়ে বেশীদূর যেতে না পারে।

- সাবস্টেশনে কর্মপরিবেশের উন্নতি ঘটায়

- বিভিন্ন ধরনের পোকামাকড়ের যেমন: টিকটিকি, গিরগিটী, ইঁদুর, সাপ ইত্যাদির অবাধ অনুপ্রবেশ বাধা দেয়।কারণ পাথরে চলাচল করা কষ্টসাধ্য।

- পানি বিদ্যুৎ পরিবাহী, তাই সাবস্টেশনের সাথে পানির সারফেস লেয়ার এর সংযোগ ব্যাহত করতে পাথর ব্যবহার করা হয় ফলে রেজিস্টেন্স অনেক পরিমানে বেড়ে গিয়ে কন্ডাক্টিভিটি কমিয়ে আনে।

- পাথরে ঘাস জন্মাতে পারে না, ফলে ট্রান্সমিশন লাইনে আর্দ্রতা সৃষ্টি হতে পারে না, ফলস্বরুপ লিকেজ কারেন্টের পরিমাণ বিপদজনক আকার ধারণ করতে পারে না। ছোটছোট গাছপালা জন্মাতে পারে না, ফলে পরিষ্কার থাকে।

- ট্রান্সফর্মারের রেডিয়েটর থেকে বের হওয়া উত্তাপ দ্রুত প্রশমিত করার জন্য, যেহেতু পাথর খুব দ্রুত হিট অ্যাবজর্ব করতে পারে।

- পানির জমাট বাধা কর্দমাক্ত পরিবেশের চান্স কমিয়ে আনে,ফলে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

- টাওয়ার ফুটিং রেজিস্টেন্স বাড়াতে সাহায্য  করে, মানে হল এর ফলে টাওয়ারের মেটাল পার্টসের গ্রাউন্ড রেজিস্টেন্সের সমষ্টি বেড়ে যায়, ফলে কারেন্ট প্রবাহের মান কমে যায়।

-ভারবহন ক্ষমতা অনেক বেশী

- টাচ এন্ড স্টেপ পটেনশিয়াল এর মান কমাতে সাহায্য করে যখন অপারেটর রা কাজ করে


-Now about touch and step potential and how to escape from it:

Step potential & Touch potential. 

যারা substation জব করেন এটা তাদের কাছে খুবই সুপরিচিত শব্দ। এই দুটি পটেনশিয়াল এর দরুণ কারো মৃত্যু পর্যন্ত হতে পারে। এই টেকনিক্যাল বিষয় গুলো অনেকেরই জানা না থাকায় অহরহ দূর্ঘটনা ঘটেই চলছে। যারা সাবস্টেশন জব করেন তারাই ভাল জানেন যে এটা যেকোন সময় কত বড় জম হয়ে দাড়াতে পারে। যখন সাবস্টেশন ফল্ট দেখা দেয় কিংবা খুব বড়সড় স্পার্কিং শুরু হয় তখন না জানার কারণে অনেকেই সেখানে বিনা দ্বিধায় বিচরণ করে থাকেন। এটা মোটেও উচিত নয়। এমতবস্থায় কাছে না ১০ মিটার দূরত্ব থাকলেও আপনি ঢলে পড়তে পারেন মৃত্যুর কোলে। কারণ সাবস্টেশন গ্রাউন্ডিং বা আর্থিং ফল্ট কিংবা লিকেজ এর কারণে সেখানে বিশাল ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে।

এসময় ১০ মিটার রেঞ্জ পর্যন্ত surface area বিদ্যুতায়িত হবার প্রবল সম্ভবনা থাকে। এমতবস্থায় আপনি যদি রেঞ্জের ভেতরে থাকেন তাহলে আপনার দুই পা সেক্ষেত্রে ইলেক্ট্রোড/পরিবাহীর এর ন্যায় আচরণ করবে। আর দুই পায়ের মধ্যে যে ভোল্টেজ পার্থক্য তৈরি হবে তাকে বলা হচ্ছে step potential. Simply, voltage difference between two foot steps.

আবার আপনি সময় যদি faulted কোন structure কিংবা instrument touch করে ফেলেন তখন আপনার হাত & পায়ের মধ্যবর্তী স্থানে ভোল্টেজ সৃষ্টি হবে। যাকে বলা হয় touch potential. শুধুমাত্র সাবস্টেশন নয়। আবাসিক এলাকায় ইলেক্ট্রিক্যাল টাওয়ার ফল্ট কিংবা ছিড়ে পড়া তার থেকেও আপনি এটার শিকার হতে পারেন। নিচের চিত্র দেখে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা







এর থেকে বাচার উপায় কি?
bunny jump keeping hand and foot together

যদি কোন কারণে আপনি সেই রেঞ্জ বা পাল্লায় থাকেন তারপরেও নিজেকে রক্ষা করতে পারেন শুধুমাত্র bunny jump এর সাহায্যে। অনেকে বলবেন এই bunny jump টা আবার কি? এটার বাংলা হল খরগোশের ন্যায় লাফানো। এমনভাবে লাফিয়ে রেঞ্জের বাইরে যেতে হবে যেন পা & হাত ভূমি / substaion  fault/affected area পুরোপুরি স্পর্শ না করে। নাহলে touch & step potential আপনার মৃত্যুর কারণ হতে পারে।

Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones