CT & PT: কার্যপ্রণালী

Electrometa-welcome here


*) CT & PT কি?
*)সাবস্টেশন লাইনে CT & PT কিভাবে কানেকশন করা হয়?
*) CT কত প্রকার ও কি কি?
*) CT 5P 20 30VA রেটিং মানে কি বোঝায়?
*) CT & PT কোন ধরনের ট্রান্সফরমার?
*) CT & PT এর পার্থক্য কি?
*) CT কোন ধরনের কারেন্ট পরিমাপ করে?
*) CT & PT তে কোন ধরনের রিলে ব্যবহার করা হয়?


#answers:

সিটি পিটির রহস্য
এইযে ট্রান্সমিশন লাইনে কয়েক কিলোভোল্ট থেকে কয়েকশ কিলোভোল্টের লাইন সঞ্চালিত হয়।কিভাবে এর ভোল্টেজ ও কারেন্টের মান মাপবোনর্মাল অ্যামিটার ভোল্টমিটার লাইনে ধরার আগেই কুপোকাত।দুই উপায়ে এটা পরিমাপ করা যেতে পারে
- বড় রেঞ্জের ইন্সট্রুমেন্ট ইউজ করা যেতে পারে, যা একাধারে বিশালাকার+ ব্যয়বহুল
-  এসি কারেন্ট ও ভোল্টেজের ট্রান্সফর্মেশন শর্ত  কাজে লাগিয়ে ট্রান্সফর্মার দ্বারা উচ্চ ভোল্টেজ ও কারেন্টের মান কমিয়ে আনা, অব্যশই সেকেন্ডারীতে কয়েল এর পাক সংখ্যা সে অনুপাতে জানা থাকতে হবে।
তাহলে আমরা নর্মাল রেঞ্জের ইন্সট্রুমেন্ট দিয়েই ভোল্টেজ ও কারেন্ট পরিমাপ করতে পারবো। পাক সংখ্যা সঠিক জানা থাকা বাঞ্ছনীয়।

এটাই সিটি পিটির কার্যপ্রণালী।
চলুন দেখে নেওয়া যাক কিভাবে হিসাব নিকাশ হয়।

- সিটি(CT-Current Transformer)

নাম শুনেই বুঝা যাচ্ছে যে এটি কারেন্ট মেজার করবে লাইনের।
কিন্তু লাইনের কারেন্ট তো অনেক বেশি, কিভাবে কি করবে?
এটি একটি স্টেপ আপ ট্রান্সফর্মার, যার সেকেন্ডারিতে কয়েলের পাকসংখ্যা অনেক বেশি, ফলে কারেন্টের মান অনেক কম হয় রেশিও অনুপাতে।
CT connection


যেমন : একটি সিটির মান ১০০/৫A, লেখা আছে, এ থেকে বুঝা যায় যে, প্রাইমারিতে কারেন্ট যদি ১০০ অ্যাম্পিয়ার হয় তাহলে।সেকেন্ডারিতে কারেন্টের মান কমে আসবে ৫ অ্যাম্পিয়ার এ। এখানে ট্রান্সফর্মেশন রেশিও ২০। ফলে খুব সহজেই লাইনের কারেন্ট মেজার করা সম্ভব।

- পিটি(PT-Potential Transformer)

এটি হাইভোল্টেজ লাইনের ভোল্টেজ মেজার করার জন্যে ব্যবহার করা হয়ে থাকে।
স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ফলে প্রাইমারিতে পাক সংখ্যা বেশি সেকেন্ডারিতে কম, সেহেতু সেকেন্ডারিতে ভোল্টেজ ইন্ডিউসড ও হবে কম,  যা সহজেই মাপযোগ্য।
PT connection


একটি পিটির রেটিং ৬৬কেভি/১১০ভোল্ট, এ থেকে বুঝা যায়,  প্রাইমারিতে ৬৬কেভি পাওয়া গেলে সেকেন্ডারিতে ১১০ ভোল্ট পাওয়া যাবে, ট্রান্সফর্মেশন রেশিও- ৬০০.

সিটি 5P 20  30VAদ্বারা কি বুঝায়?
5 দ্বারা বুঝায় সিটির অ্যাকুরেসির মান।P দ্বারা বুঝায় এটি একটি প্রটেক্টিভ সিটি।পরের ২০ সংখ্যাটি দ্বারা বুঝায়, সেকেন্ডারিতে প্রাইমারির ২০ গুন কারেন্ট গেলেও সেটা সিটি সেন্স করতে পারবে।
অ্যাকুরেসি লিমিট ফ্যাক্টর বলে একে। এর দ্বারা ফল্ট কারেন্ট এর মানও  বুঝায়।
আর 30VA দ্বারা সিটির বার্ডেন বুঝায়,  সেকেন্ডারিতে কানেক্টেড থাকা সর্বোচ্চ লোড কেই বার্ডেন বলে, যা প্রাইমারি থেকে সেকেন্ডারিকে আলাদা করে রাখে।

-  সিটি দুই প্রকার
১  মেজারিং সিটি
২ প্রটেক্টিভ সিটি

সিটি পিটি তে যে সকল রিলে ব্যবহার করা হয় তা হল:
IDMT, DIFFERENTIAL TIME RELAY, DIRECTIONAL RELAY etc.

কানেকশন:
সিটি সিরিজে
আর পিটি প্যারালালে কানেক্ট করা হয়।

সিটি মেজার করে কারেন্ট, স্টেপ আপ ট্রান্সফর্মার
আর পিটি মেজার করে ভোল্টেজ, স্টেপ ডাউন ট্রান্সফর্মার।

Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones