AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW-এ প্রকাশ করা হয় না কেন?

AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW-এ প্রকাশ করা হয় না কেন?

==== এসিকে টনে প্রকাশ করা হয় তার কারণ হল প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রুম থেকে remove করতে পারে এর উপর ভিত্তি করে এসিকে তৈরি করা হয়।

কোনো  এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ BTU/  ১০০০ কিলােক্যালরি / ৪১২০ কিলােজুল তাপ remove করতে পারে তাকে এক টন এসি বলে।

কিভাবে ১২০০০ BTU আসলো জানা যাকঃ

LATENT HEAT OF FUSION--The amount of heat required to convert one unit amount of substance from the solid phase to the liquid phase — leaving the temperature of the system unaltered — is known as the latent heat of fusion।

 1 BTU = 1,055 joules, 252 calories (BTU = British thermal unit)

বরফ গলাতে তাপ লাগে --- 143 BTU /POUND 
                                        

সেই হিসেবে ১টন(১০০০কেজি বা ২০০০ পাউন্ড) বরফকে গলাতে তাপ শোষিত হবেঃ

১৪৩*২০০০ = ২৮৬০০০ BTU
 এবার একটি এসি যদি ২৪ ঘন্টা চলে সে হিসেবে ঘন্টায় তাপ শোষিত হবেঃ

২৮৬০০০/২৪ = ১১৯১৭ BTU/hr
 যাকে রাউন্ড করে নিলে ১২০০০BTU/hr হয়।
  সেজন্য এসিকে টনে প্রকাশ করা হয়।

যেহেতু অ্যাক্টিভ পাওয়ারের সাথে  সরাসরি সম্পর্কিত নয়  বরং রুম থেকে তাপ সরানোয়  জড়িত ,তাই একে কিলোওয়াটে প্রকাশ করা হয়না।






Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones