Power Line Carrier Control(PLCC)

আজকের টপিক পাওয়ার লাইন ক্যারিয়ার কন্ট্রোল নিয়েঃ
 চলুন তাহলে জেনে নেওয়া যাক এর সম্পর্কে



১। PLCC কি?
২। কিভাবে কাজ করে??
৩। কেন PLCC ব্যবহার করবো ?
৪। এটি আসার আগে কি দিয়ে কাজ চলতো ?
৫। কি কি উপাদান নিয়ে গঠিত?
৬। কোথায় ব্যবহার করা হয়?



টি এমন একধরনের সিস্টেম যেখানে, পাওয়ার লাইনের মাধ্যেমেই এক সাবস্টেশনের সাথে আরেক সাবস্টেশনের যোগাযোগ রক্ষা করা হয়ে থাকে।
কেনোনা সব পাওয়ার প্ল্যান্ট গুলি একে অপরের সাথে যুক্ত ,যাকে বলে ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম। 
প্রতিটি পাওয়ার প্ল্যান্টকে অন্য সব পাওয়ার প্ল্যান্টের সাথে সিনক্রোনাইজ করা হয়ে থাকে, নাহলে দেশব্যাপী ব্ল্যাকআউট হবে।

ফলে সবগুলো লাইনকে/ স্টেশনকে কন্ট্রোল করার জন্যে একটি সিস্টেমের দরকার হল, যাতে করে সব স্টেশনকে একই সাথে ইনফোরমেশন ও পাওয়ার ট্রান্সমিট করা যায় এতে করে সিস্টেম ইফিসিয়েন্সি বাড়বে, খরচ কমে আসবে যেহেতু আলাদা লাইন বসানোর প্রয়োজন হয়নি।

আমরা জানি আমাদের দেশের থ্রি ফেজ লাইন একে অপরের সাথে যুক্ত, বুঝার উপায় নেই , কোন এলাকায় কোন প্ল্যান্টের উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা হয় । তাই এই লাইনটিকেই কাজে লাগিয়ে যে কাজ করা হয় –PLCC সেটাই।

বিদ্যুৎ ফ্রিকুয়েন্সী ৫০ হার্জ , কিন্তু ডাটা ফিকুয়েন্সী প্রায় ২৪-৫০০কিলোহার্জ এ ট্রান্সমিট করা হয়, ফলে একটা সময়ে একই লাইন থেকে পাওয়ার ও ডাটা আলাদা করার প্রয়োজন পড়ে, সেটার জন্যে যেসব ইকুইপমেন্ট ব্যবহার করা হয় তা হলঃ
·         The various components of PLC communication includes Carrier Signals
  • MODULATION
  • Coupling arrangements
  • Wave traps
  • Coupling capacitors
  • Drainage coil
  • The line matching unit

 এখন কথা হল কেন আমাদের এত ইকুইপমেন্ট ব্যবহার করা লাগবে, লাইনের সাথেই তো যাচ্ছে ডাটা, তাহলে কি সমস্যা??

 -----সমস্যা হল হারমোনিক্স ডিস্টর্শন, যার ফলে অনাকাংখিত ভাবে পাওয়ার সিগন্যালের ডিস্টর্শন হত, যা পাওয়ার সিগন্যালে নয়েজের পরিমাণ বাড়িয়ে দেয়, যা পাওয়ার সিগন্যালের  কোয়ালিটি নষ্ট করে দেয়,যা আমাদের বাসাবাড়ির যন্ত্রপাতিতে ব্যবহার করলে সেগুলো নষ্ট হয়ে যেত কিংবা 
সামগ্রিক কর্মদক্ষতা কমিয়ে দিত যেটা পাওয়ার প্ল্যান্টে থাকা সিনক্রোনাস মোটরকেও বাধাগ্রস্থ করত ফলে উৎপন্ন পাওয়ার আমাদের ব্যবহারের উপযোগী থাকত না, ফ্রিকুয়েন্সী ব্যালান্সড হত না। 

এত কথার মেইন কথা হলঃ প্ল্যাণ্টে ঢোকার আগেই পাওয়ার ও ডাটা সিগন্যাল আলাদা করে ফেলতে হবে.

ক্যারিয়ার সিগন্যালঃ ডাটা সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয় ২৪-৫০০কিলোহার্জের ফ্রিকুয়েন্সী সম্পন্ন ক্যারিয়ার সিগন্যাল যা বেশ কয়েকটি চ্যানলের মাধ্যেমে যোগাযোগের মাধ্যম.

মডুলেশনঃ ডাটা সিগন্যাল যাতে খুব বেশী পরিমাণে নষ্ট হয়ে না যেতে পারে সেজন্য ভেরি হাই  ক্যারিয়ার ফ্রিকুয়েন্সীর সিগন্যাল ইউস করা হয় যা মডুলেশন নামে পরিচিত।

কারণঃ
The various advantages of modulation are:
  1. Ease of radiation
  2. Efficient transmission
  3. Multiplexing
  4. Frequency assignment
  5. Improvement of signal to noise ratio


ওয়েভ ট্র্যাপঃ



 এই ওয়েভ ট্র্যাপ ই পাওয়ার আর ডাটা সিগন্যালকে আলাদা করে রাখে যা হচ্ছে সহজ ভাষায় ইলেক্ট্রিক্যাল ফিল্টার, হাই পাস ও লো পাস ফিল্টার একইসাথে ইউজ করা হয় যাতে করে পাওয়ার আর ডাটা সিগন্যাল আলাদা হয়ে যায় কাটঅফ ফ্রিকুয়েন্সীর জন্যে। একটি টিউন্ড সার্কিট , মানে চোক কয়েল , ক্যাপাসিটর ইউজ করা হয় ফলে ফ্রিকুয়েন্সী রেস্পন্স আলাদা করা যায়।

এটি আসার আগে টেলিফোন করে করে যোগাযোগ করা হত,
বর্তমানে SCADA ব্যবহার করা হয়  PLCC এর বদলে।

Mainly used in the substation to communicate with other substation and helps the NLDC to get an idea of power to be generated at a specific moment...

এর মাধ্যেম সারাদেশের বিদ্যুতের চাহিদা বুঝে পাওয়ার স্টেশন গুলোকে নির্দেশনা দেওয়া হয়ে থাকে...ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমে এর প্রয়োজনীয়তা অসীম...

That's ALL FOR TODAY...

Role of stone in substation








#28
আজকের টপিক: ইলেক্ট্রিক্যাল  সাবস্টেশনে পাথর বিছিয়ে রাখার গুরুত্ব:

কখনো কি ভেবেছেন, পাথর কেন??
বালু, মাটি থাকতে এত টাকা খরচ করে পাথর কেন বিছাতে হবে??

কারণ:

- সাবস্টেশনে ব্যবহার করা হয় হাই রেটিং এর পাওয়ার ট্রান্সফর্মার, প্রায় কয়েক এমভিএ এর উপরে থেকে কয়েকশ এমভিএ পর্যন্ত,যেগুলো কুলিং করার জন্যে এবং ইন্সুলেশনের জন্যে ব্যবহার করা হয় তেল(পাইরানল ওয়েল)  মাঝে মাঝে কিছুদিন পর-পর তেল পরিবর্তনের সময় কিছু তেল চুইয়ে চুইয়ে মাটিতে পড়ে, যেকোনোভাবে তাতে আগুন লেগে গেলে সাবস্টেশন পুড়ে ছাই হতে বেশি সময় লাগবে না, তাই পাথর ব্যবহার করা হয় যাতে তেল চুইয়ে চুইয়ে বেশীদূর যেতে না পারে।

- সাবস্টেশনে কর্মপরিবেশের উন্নতি ঘটায়

- বিভিন্ন ধরনের পোকামাকড়ের যেমন: টিকটিকি, গিরগিটী, ইঁদুর, সাপ ইত্যাদির অবাধ অনুপ্রবেশ বাধা দেয়।কারণ পাথরে চলাচল করা কষ্টসাধ্য।

- পানি বিদ্যুৎ পরিবাহী, তাই সাবস্টেশনের সাথে পানির সারফেস লেয়ার এর সংযোগ ব্যাহত করতে পাথর ব্যবহার করা হয় ফলে রেজিস্টেন্স অনেক পরিমানে বেড়ে গিয়ে কন্ডাক্টিভিটি কমিয়ে আনে।

- পাথরে ঘাস জন্মাতে পারে না, ফলে ট্রান্সমিশন লাইনে আর্দ্রতা সৃষ্টি হতে পারে না, ফলস্বরুপ লিকেজ কারেন্টের পরিমাণ বিপদজনক আকার ধারণ করতে পারে না। ছোটছোট গাছপালা জন্মাতে পারে না, ফলে পরিষ্কার থাকে।

- ট্রান্সফর্মারের রেডিয়েটর থেকে বের হওয়া উত্তাপ দ্রুত প্রশমিত করার জন্য, যেহেতু পাথর খুব দ্রুত হিট অ্যাবজর্ব করতে পারে।

- পানির জমাট বাধা কর্দমাক্ত পরিবেশের চান্স কমিয়ে আনে,ফলে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

- টাওয়ার ফুটিং রেজিস্টেন্স বাড়াতে সাহায্য  করে, মানে হল এর ফলে টাওয়ারের মেটাল পার্টসের গ্রাউন্ড রেজিস্টেন্সের সমষ্টি বেড়ে যায়, ফলে কারেন্ট প্রবাহের মান কমে যায়।

-ভারবহন ক্ষমতা অনেক বেশী

- টাচ এন্ড স্টেপ পটেনশিয়াল এর মান কমাতে সাহায্য করে যখন অপারেটর রা কাজ করে


-Now about touch and step potential and how to escape from it:

Step potential & Touch potential. 

যারা substation জব করেন এটা তাদের কাছে খুবই সুপরিচিত শব্দ। এই দুটি পটেনশিয়াল এর দরুণ কারো মৃত্যু পর্যন্ত হতে পারে। এই টেকনিক্যাল বিষয় গুলো অনেকেরই জানা না থাকায় অহরহ দূর্ঘটনা ঘটেই চলছে। যারা সাবস্টেশন জব করেন তারাই ভাল জানেন যে এটা যেকোন সময় কত বড় জম হয়ে দাড়াতে পারে। যখন সাবস্টেশন ফল্ট দেখা দেয় কিংবা খুব বড়সড় স্পার্কিং শুরু হয় তখন না জানার কারণে অনেকেই সেখানে বিনা দ্বিধায় বিচরণ করে থাকেন। এটা মোটেও উচিত নয়। এমতবস্থায় কাছে না ১০ মিটার দূরত্ব থাকলেও আপনি ঢলে পড়তে পারেন মৃত্যুর কোলে। কারণ সাবস্টেশন গ্রাউন্ডিং বা আর্থিং ফল্ট কিংবা লিকেজ এর কারণে সেখানে বিশাল ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে।

এসময় ১০ মিটার রেঞ্জ পর্যন্ত surface area বিদ্যুতায়িত হবার প্রবল সম্ভবনা থাকে। এমতবস্থায় আপনি যদি রেঞ্জের ভেতরে থাকেন তাহলে আপনার দুই পা সেক্ষেত্রে ইলেক্ট্রোড/পরিবাহীর এর ন্যায় আচরণ করবে। আর দুই পায়ের মধ্যে যে ভোল্টেজ পার্থক্য তৈরি হবে তাকে বলা হচ্ছে step potential. Simply, voltage difference between two foot steps.

আবার আপনি সময় যদি faulted কোন structure কিংবা instrument touch করে ফেলেন তখন আপনার হাত & পায়ের মধ্যবর্তী স্থানে ভোল্টেজ সৃষ্টি হবে। যাকে বলা হয় touch potential. শুধুমাত্র সাবস্টেশন নয়। আবাসিক এলাকায় ইলেক্ট্রিক্যাল টাওয়ার ফল্ট কিংবা ছিড়ে পড়া তার থেকেও আপনি এটার শিকার হতে পারেন। নিচের চিত্র দেখে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা







এর থেকে বাচার উপায় কি?
bunny jump keeping hand and foot together

যদি কোন কারণে আপনি সেই রেঞ্জ বা পাল্লায় থাকেন তারপরেও নিজেকে রক্ষা করতে পারেন শুধুমাত্র bunny jump এর সাহায্যে। অনেকে বলবেন এই bunny jump টা আবার কি? এটার বাংলা হল খরগোশের ন্যায় লাফানো। এমনভাবে লাফিয়ে রেঞ্জের বাইরে যেতে হবে যেন পা & হাত ভূমি / substaion  fault/affected area পুরোপুরি স্পর্শ না করে। নাহলে touch & step potential আপনার মৃত্যুর কারণ হতে পারে।

Which one is best: HVAC vs HVDC

The world has progressed so much and HVAC and HVDC are the application of the science.

Let's take a look at their comparison facts.. and find out the better one among them.....


Topic
HVDC
HVAC
Investment cost
lesser
Higher
Conductor Nos.
2/Dc circuit
3conductor/3 phase
Supporting tower
smaller
Larger
Terminal converter cost
Very High
Not required
Skin losses
Absent
present
Controllability
HVDC offers greater controllability due to lack of inductance, power can be controlled
Lesser than HVDC,power can’t be controlled
Interference with nearby communication lines
Chances are lower
Chances are higher, due to strong magnetic field.
Short circuit current rating
Receiving Current in HVDC is low
Receiving Current in HVAC is Higher, Circuit breaker needed of higher rating to provide safety
Asyschronous Interconnection
Possible
Impossible due to various range of frequency and it’s fluctuations
Voltage Regulation
Higher than HVAC
Lower Than HVDC
For transmission
HVDC is the best suitable
HVAC is not the best choice, it has higher losses
For Distribution
HVDC , not suitable
HVAC, best suitable
Step up/down
Not possible, Transformer doesn’t work in DC
Possible through the usage of X-former
Frequency Fluctuation
No chance
Bigger chance, occurs regularly
Stability in system
Greater stability
Lesser than HVDC
Line loss comparison
33% lesser than ac line
33% higher than DC line
Power factor
Always unity, as resistive
0.945 lagging, compensation needed.
Insulators needed
Then, 2/3 of AC line
If 1
Power carrying capacity in same tower
1440MVA @380KV DC, 300% higher than AC line
480MVA @ 220KV AC
Economical and Environmental Advantage
higher
lower
Directionality of link
Bi-polar
Uni-polar

same tower, different power carrying capacity



####So you have found out the best system among them

Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones