BD POWER SYSTEM ALL IN ONE

Electrometa-welcome here::::::::::::::::::::::::::::



TOTAL GENERATION CAPACITY AT PRESENT: 21,629 MW(SEPT-2019)

1ST ELECTRICITY USED IN BD: AHSAN MANZIL ,1901

ELECTRICITY ACT FOLLOWED: 2018

HIGHEST GENERATED ELECTRICITY:12,893MW(29-5-2019)

ELECTRICITY IMPORTED FROM INDIA: 1197MW(2*500+197)

QUICK RENTAL PP: 1890MW

BIGGEST SOLAR POWER PLANT: 28MW, HNILA OF TEKNAF

TOTAL DISTRIBUTION LINE: 4,89,000CKT KM

TRANSMISSION LINE: 11,650CKT KM

TOTAL POWER PLANT: 145+

GRID SUBSTATION: 131

CONDUCTOR USED IN TRANSMISSION LINE: ACSR WITH OPTICAL FIBRE

SYSTEM LOSS: 11.96%

DISTRIBUTION LOSS: 9.60%

MAIN SOURCE OF FUEL: GAS(66%)

BIGGEST POWER PLANT: APSCL(1876MW)

HEART OF SUBSTATION: DC BACKUP

1ST HVDC SUBSTATION: VERAMARA

2ND HVDC SUBSTATION: DEBPUR,  COMILLA (500MW)

RAMPAL COAL PP: 1320 MW

MATARBARI ULTRA SUPER CRITICAL PP: 1200 MW

PAYRA THERMAL PP: 1320MW

COAL FIRED PP: BARAPUKURIA PP(525MW)

1ST NUCLEAR PP: RUPPUR NPP(2*1200MW)

2ND NPP: BARISAL (yet TO BE CONFIRMED)

400KV TRANSMISSION LINE: VERAMARA-INDIA

LARGEST TRANSMISSION LINE: KHULNA -VERAMARA(353CKT KM)

UNDER CONSTRUCTION LONGEST TRANSMISSION LINE: 700CKT KM( MOHESHKHALI- VULTA)

UNDER CONSTRUCTION 765KV TRANSMISSION LINE:

 MATARBARI (COX'S BAZAR)- VULTA (DHAKA)
BORONAGAR (INDIA)- PARBATIPUR

1ST ISOLATED GRID: HATIYA, NOAKHALI

NLDC SITUATED IN: AFTABNAGAR, RAMPURA, DHAKA

PER CAPITA ELECTRICITY CONSUMPTION: 510 KWh

HYDRO POWER PLANT: KAPTAI HYDRO POWER PLANT(230MW)

WASTE MANAGEMENT POWER PLANT: N.GANJ (3MW)

TOTAL UNIT RUNNING COUNTRYWIDE: 143+

UPCOMING HYDRO PP: SANGU RIVER(140MW), MATAMUHURI RIVER (75MW)

COUNTRY 1ST WIND POWER PLANT: SONAGAJI, FENI

100% POWER COVERAGE AREA: 340UPZILLA



COUNTRY 2ND WIND POWER PLANT: KUTUBDIYA, COX'S BAZAR



WASTE TO ENERGY TREATMENT PLANT: JALKURI, NARAYANGANJ (3MW)



FUEL SUPPLIER IN RNPP: TVEL FUEL COMPANY (RUSSIA)



PALLI BIDDUT SAMITI(PBS): 80


POWER HUB: ASUGANJ, SIDDHIRGANJ, PAYRA, SIRAJGANJ, MATARBARI, MODUNA.



LARGEST POWER HUB: MOHESHKHALI, 15 POWER PLANT IN A ZONE



HIGH GENERATION , LOW DEMAND AREA: SYHLET

LOW GENERATION HUGH DEMAND AREA: RANGPUR



NOTABLE GENERATION COMPANY:

 EGCB, RPCL ,BPDB  , APSCL ,BCMCL, KPCL,NWPGCL,WZPDCL, SUMMIT POWER, ORION,UNITED GROUP, SINHA GROUP etc.



TRANSMISSION COMPANY: PGCB



DISTRIBUTION COMPANY: DPDC,DESCO,PDB, NWPGCL,WZPDCL



FUEL TYPE: GAS, COAL, WIND, SOLAR, WASTE MANAGEMENT, HYDRO, HFO, HSD, LFO, OIL etc.



VOLTAGE LEVEL IN BD: 11-18KV, 33KV, 132KV, 220KV, 400KV.



COMMUNICATION MEDIUM SUBSTATION  to SUBSTATION: SCADA,PLCC


PER UNIT COST OF ELECTRICITY BY FUEL:



hydro- 1.32tk


gas: 2.8tk


coal: 7.38tk


furnace oil : 11.48tk


diesel: 19.30tk


 solar: 16.14tk


power imported from india: 5.94tk



MATARBARI PP PRODUCTION COST: 13TK/UNIT



ELECTRICITY COVERAGE: 93%

RENEWABLE POWER


CURRENT SITUATION

2041 PLAN




UPS vs IPSঃ পার্থক্য, জানার জন্য

Electrometa-welcome here


১। পার্থক্য
২।কোনটা দিয়ে কি চালানো যায়?
৩। ভারী পাওয়ার ব্যাকাপ কে দেয়?
৪। ভোল্টেজ ফ্লাকচুয়েশন কার বেশী?
৫। কোনটির সার্কিট জটিল ?


DIFFERENCE
UPS:

IPS:

1.    নাম
Uninterrupted Power Supply
Instant Power Supply
2.     মেকানিজমঃ
ইউপিএস এ সাধারনত প্রথমে মেইন থেকে সরাসরি ইউপিএস এ কারেন্ট সাপ্লাই হয়। এই কারেন্ট এসি থেকে ডিসি তে কনভাট হয় এবং ধারাবাহিকভাবে ব্যাটারীকে চাজ করে। চাজিত ব্যাটারী থেকে পাওয়ার যায় সাইন ওয়েভ ইনভাটারে যেখানে ডিসি কনভাট হয়ে আবার এসি পাওয়া যায়। এই এসি থেকেই আমরা পিসি তে পাওয়ার পাই।
আইপিএস এ সরাসরি ইনভাটারে মেইন সাপ্লাই কারেন্ট যায়। এই মেইন সাপ্লাই একই সময়ে আউটপুটেও যায়। অর্থাত একই সময়ে মেইন সাপ্লাই ব্যাটারী চাজ করে এবং আউটপুটে পাওয়ার দেয়। আইপিএস এ একটি সেন্সর এবং রিলে মেকানিজম থাকে যেটি কিনা সব সময়ই চেক করে যে মেইন সাপ্লাই থেকে পাওয়ার আসছে কিনা। যখনই মেইন এ পাওয়ার অফ হয়ে যায় তখনই এটি ট্রিগার করে ব্যাটারী থেকে চার্জ নেয়া শুরু করে।
3.     পাওয়ার ব্যাকাপ

১০মিলিসেকেন্ড এ পাওয়ার ব্যাকাপ দিয়ে থাকে।


কিন্তু এর ব্যাকাপ পাওয়ার দিতে বেশ কিছুক্ষণ সময় লাগে, এবং তা হতে পারে ৫০০মিলিসেকেন্ড-১সেকেন্ড এর কাছাকাছি।

4.     ফেজ

শুধুমাত্র ১- ফেজ


থ্রি-ফেজ ও হতে পারে।

5.     ক্যাপাসিটি

ক্যাপাসিটি কম তুলনামূলক


ক্যাপাসিটি বেশি ইউপিএস থেকে।

6.     ম্যাক্স পাওয়ার
ম্যাক্স পাওয়ার ২-কেভিএ পর্যন্ত

ম্যাক্স পাওয়ার ১৬-কেভিএ পর্যন্ত

7.     আউটপুট ওয়েভ
স্কোয়ার ওয়েভ
স্টেপ ওয়েভ
8.     ব্যাটারি সাইজ

ব্যাটারি কম মানের দরকার হয়।


ব্যাটারি বড় মানের দরকার হয়।

9.     রিসেট বা রিস্টার্ট
নো রিসেট, রিস্টার্ট  নিডেড।

রিসেট কিংবা রিস্টার্ট হতে পারে যন্ত্রপাতি।
10.  লাইনের ভোল্টেজ

ভোল্টেজ ২২০ ভোল্ট এ সেট করা থাকে সবসময়।

মেইন লাইনের সমান ভোল্টেজ পাওয়া যায়।
11.  চালানো যাবে

ইউপিএস শুধুমাত্র একটি ডিভাইস অপারেট করতে পারে, যেমন : কম্পিউটার

আইপিএস একের অধিক যন্ত্রপাতির জন্যে ব্যবহার করা যায়
যেমন: টিভি, ফ্যান, লাইট, কম্পিউটার ইত্যাদি।
12.  সার্কিট

সিম্পল

জটিল
13.  ভোল্টেজ ড্রপ

পাওয়ার বা ভোল্টেজ ড্রপ আছে, যা যন্ত্রপাতির জন্যে ক্ষতিকর।

পাওয়ার বা ভোল্টেজ ড্রপ আছে, যা যন্ত্রপাতির জন্যে ক্ষতিকর।
14.  ব্যয়

কম

তুলনামূলক অনেক বেশি

কি পরিমাণ ইলেক্ট্রিক্যাল শক খেলে কি পরিমাণ ক্ষতি হবে????

Electrometa-welcome here

SHOCK


কি পরিমাণ ইলেক্ট্রিক্যাল শক খেলে কি পরিমাণ ক্ষতি হবে????

মানবদেহের উপর কারেন্ট এর প্রভাব কয়েকটি ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করে থাকে:
  1. - ভোল্টেজ
  2. - কারেন্ট প্রবাহের সময়
  3. - কারেন্টের মান
  4. - ফ্রিকোয়েন্সী
  5. - কারেন্ট প্রবাহের পথ
  6. - মানুষটির রিয়্যাক্ট করার ক্ষমতার উপরে
শুকনা জায়গায় ৫০ভোল্ট পর্যন্ত সেফ, ভেজা জায়গায় সেটা হয়ে যায় ২৫ ভোল্ট অবশ্যই এসির ক্ষেত্রে
ডিসির ক্ষেত্রে সেটা ১২০ভোল্ট, সরাসরি কিংবা আলাদা সংস্পর্শে আসলে।


ফ্রিকোয়েন্সী বাড়ার সাথে সাথে দেহের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের ফলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে কমে যায়।

৫০-৬০হার্জ এর এসি কারেন্ট,  সমপরিমাণ ডিসি কারেন্ট অপেক্ষা অধিক ক্ষতিসাধন করে থাকে।
ছবিতে তাদের মাত্রা দেখানো হয়েছে:


 AC and DC Shock Comparison & its effect on human body


দেহের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে তা নির্ভর করে দেহের রোধ এর উপরে। দেহের রোধ আবার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে:

  1. - আর্দ্র চামড়া
  2. - কনট্যাক্ট পয়েন্ট এ চামড়ার পুরুত্ব
  3. - ওজন
  4. - বয়স
  5. - লিঙ্গ
হার্টের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে, কারণ হৃদপিন্ডের নিজস্ব ফ্রিকোয়েন্সী আছে, মিনিটে ৭২ বার, ৫০-৬০ হার্জের কারেন্ট গেলে মিনিটে হৃদপিন্ডের কম্পন্ন সংখ্যার তারতম্য ঘটে, ফলে হার্ট ফেইলার ঘটে।
current & resistance in different parts of BODY

যেসকল সমস্যার দেখা দেয় তা হল:


  1. - লুজ মোশন
  2. - শ্বাস কষ্ট
  3. - ব্যাথা
  4. - শারীরিকভাবে ক্লান্তি
  5. - ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন
  6. - কার্ডিয়াক অ্যারেষ্ট
  7. - জ্বালাপোড়া
ইলেক্ট্রিক্যাল শকের ফলে ঘটা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন এর ফলে হৃদপিন্ডের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, ফলে কার্ডিয়াক অ্যারেষ্ট এবং ব্রেইনে সিগ্ল্যাল পাঠানো বন্ধ হয়ে যায়, ফলে খুব তাড়াতাড়ি মৃত্যু ঘটে।
জুল ইফেক্ট এর ফলেই শরীরে জ্বালাপোড়া ঘটে, আগুনে পুড়ে যাওয়ার মতই হয়.

সূত্রটি হল:
H= i^2*R*t
এখানে, H= উৎপন্ন তাপ

বার্নিং এর কিছু ডিগ্রি আছে, যেমন : ১ ডিগ্রি, ২ ডিগ্রি ৩ ডিগ্রি, এর মধ্যে ৩ডিগ্রি সবচেয়ে মারাত্মক।

ছবিতে দেখে নেন, বয়সের উপরে কিভাবে নির্ভর করে কত % বেচে থাকা যায়:

Chart: American Burn Association Study of Body burns due to Electric Shock


Fig: Current in various frequency 

Tests of Transformer

Electrometa-welcome here


ট্রান্সফর্মার নিয়ে তেমন কিছু না বলে সরাসরি এর টেস্ট এর বিষয়ে আলাপ শুরু করা যাক:

ট্রান্সফর্মার তার কার্যপদ্ধতি সঠিকভাবে সম্পন্ন করছে কিনা সেসব সম্পর্কে জানতে এসব টেস্ট করা হয়।
ট্রান্সফর্মার টেস্ট ৩ প্রকার:

- Type Test

- Special Test
- Routine Test


Type Test:

- এটি এমন ট্রান্সফর্মার টেস্ট যার সাহায্যে ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল।প্যারামিটার ঠিক আছে কিনা ও তাদের গুনগত মান ঠিকঠাক আছে কিনা সেসব দেখার জন্যে এই টেস্ট করা হয়ে থাকে।
Type Test এর মধ্যে রয়েছে:


√ Transformer Ratio Test
- Transformer winding resistance measurement
- Transformer vector group Test
- Impedance voltage/short ckt impedance and load loss measurement
- No-load Loss and current measurement
- Insulation Resistance measurement
- Transformer Di-electric Test
- Temperature Rising Test
- Load Tap changing Test
- Vaccum Test of Tank and Radiator


Routine Test:

- Transformer winding Resistance Test
- Phase to Phase coil winding Test of HT and LT side of Transformer
- Transformer Ratio  Test
- Transformer Vector group test
- Impedance voltage/short ckt impedance and load loss measurement
- Insulation Resistance measurement

Insulation resistance test of transformer

- Transformer Di-electric Test
- Load Tap changing Test
- Oil pressure Test
- No load Loss and current measurement


পার্থক্য হল Temperature Rising Test and Vaccum Test.


special Test :
- Di electric test
- 3phase Transformer and Zero sequence Impedance Test
- Short Circuit Test
- Noise level Testing
- No load current harmonic measurement
- Power measurement from Fan and Pump
- Buccholz relay,  Temperature Indicator, Pressure Relief Device and Oil Protection System Test



১১০০০/৪১৫ ভোল্টের থ্রি ফেজ ট্রান্সফর্মার এর ভোল্টেজ রেশিও ২৬.৫০৬.

ডাই ইলেক্ট্রিক টেস্ট করা হয় এর ইন্সুলেশন রেজিস্টেন্স মাপার জন্যে.মেগারমিটার দ্বারা এই পরীক্ষা করা হয়
Megger Meter


হাই ভোল্টেজ টেস্ট করা হয় ট্রান্সফর্মারের ভিতরে থাকা ডাই ইলেক্ট্রিক ম্যাটেরিয়াল এর শক্তি পরিমাপ করার জন্যে
ট্রান্সফর্মারে এটি ট্রান্সফর্মার ওয়েল নামে পরিচিত যার ডাই ইলেক্ট্রিক স্ট্রেন্থ ৪০-৭০কেভি পর্যন্ত হয়।
১১০০০/৪১৫ ভোল্টেজের স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ক্ষেত্রে HT সাইডে ১১০০০*২.৫= ২৭৫০০/২৮০০০V সাপ্লাই দেওয়া হয়।
৩৩ কেভি লাইনের ট্রান্সফর্মারের ক্ষেত্রে ৭০কেভি ভোল্টেজ দেওয়া হয়ে থাকে।
বাকিটেস্ট গুলো আগামী পোস্টে আসবে।


Stay tuned for Next Post

Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones