What is HFO??

Electrometa-welcome here



HFO- HEAVY FUEL OIL

পেট্রলিয়াম থেকে পাতিত পদ্ধতিতে এক ধরনের জ্বালানি কিংবা হাইড্রোকার্বন ফুয়েল।ক্রুড ওয়েল থেকে উৎপাদন করা হয়ে থাকে যা গ্যাসোলিন কিংবা ডিজেল এর থেকে হাল্কা।
অনেকটা সাশ্রয়ী নির্ভরযোগ্য যা দিয়ে পাওয়ার জেনারেট করা হয়ে থাকে।


ভালো কথা, কিন্তু এত সব জ্বালানি থাকতে HFO ব্যবহার কারণ কি?
- একটা হাইড্রোকার্বন পাওয়ার প্ল্যান্ট ২৪/৭ চলে যে পাওয়ার উৎপাদন করে তা উৎপাদন করতে ১০০০বায়ুকল লাগবে।


properties of hfo

- সহজলভ্য

- ব্যাকাপ পাওয়ার প্ল্যান্ট হিসেবে কাজ করবে


- দীর্ঘদিনের অপারেশনে থাকার নিশ্চয়তা


- অন্যগুলোর মতো এতটা ব্যয়বহুল নয়


- রানিং এবং মেইন্টেন্যান্স খরচ অনেক কম


- নির্মাণ করতে অনেক কম সময় লাগে


- থার্মাল এফিসিয়েন্সী বেশি


- খুব দ্রুত পিক পাওয়ার যেতে পারে


- পিকিং পাওয়ার প্ল্যান্ট হিসেবে কাজ করে


- ডিজেলের থেকে ঘনত্ব বেশি


- খরচ ডিজেলের থেকে ৪০% কম




পিকিং পাওয়ার প্ল্যান্ট হিসেবেই এদের বেশী ব্যবহার করা হয়ে থাকে।
অপারেটিং প্রিন্সিপাল ডিজেল পাওয়ার প্ল্যান্ট এর মতই, খালি ফুয়েল টাই আলাদা।
দেশের যেসকল বেসরকারি পাওয়ার প্ল্যান্ট রয়েছে(ওরিয়ন,সামিট, ডোরিন) তারাই এই ফুয়েল ব্যবহার করে পাওয়ার জেনারেট করে থাকে।

ডিজেল থেকে উৎপাদিত বিদ্যুৎ এর পার ইউনিট কস্ট: ১৯.৩০ টাকা
সেখানে: ৭-৮.৫০ টাকার মধ্যেই থাকে HFO বেসড পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ এর পার ইউনিট কস্ট।

সামিট পাওয়ার পার ইউনিট ৭.১৫ টাকা দরে BPDB এর কাছে বিক্রি করবে।

কিভাবে আমরা MCB nameplate রেটিং বুঝবো???

Electrometa-welcome here


কিভাবে আমরা MCB nameplate রেটিং দেখে বুঝবো???

* MCB- Miniature Circuit Breaker, খুব কমন একটি ডিভাইস যা আমাদের শর্ট সার্কিট কারেন্ট থেকে নিরাপদে রাখে সময়মত ট্রিপ করে।
কিন্তু কেনার সময় কিভাবে বুঝবো যে এটি আমার আমার যন্ত্রপাতির জন্যে উপযুক্ত
দোকানদারের উপর নির্ভর না করে নিজেই যাচাই করে কিনুন।
আজকের আলোচনা এই নিয়েই:

- একটি MCB কিনতে গেলে এর উপরের ছাপানো ডাটা দেখেই বুঝা যায়।

মডেল নাম্বার: প্রতিটা ডিভাইস এর একটা স্বতন্ত্র নাম্বার থাকে, যা উল্লেখ করে আপনি সার্ভিসিং সহজেই করিয়ে নিতে পারবেন।

ছবিতে দেখা যাচ্ছে C20 একটি টার্ম লেখা আছে, এখানে প্রথম অক্ষর ক্যারাক্টারস্টিকটিস কার্ভ বুঝায়।
ইন্ডাক্টির লোডের জন্য C কার্ভ, রেজিস্টিভ লোডের জন্যে B কার্ভ বাছাই করা উচিত।
তারপর দ্বিতীয় নাম্বার টি দ্বারা MCB রেটিং বুঝায়, মানে এর রেটিং ২০ অ্যাম্পিয়ার, এর উপরে গেলে ট্রিপ করবে।



- অপারেটিং ভোল্টেজ: থ্রি ফেজ হলে 400 V এবং সিংগেল ফেজ হলে 230V তে অপারেট করবে।

- MCB breaking Capacity:
ব্রেকিং ক্যাপাসিটি অফ MCB দ্বারা বুঝায় যেম্যাক্সিমাম কত ফল্ট কারেন্ট এটি কোনো সমস্যা ছাড়াই ক্লিয়ার করতে পারবে মানে সিস্টেম কে নিরাপদে রাখতে পারবে।
10000 হিসেবে লেখা থাকলে বুঝতে হলে এটি 10KA বুঝায়।
ফল্ট লেভেলের থেকে বড় হওয়া উচিত এর মান।

- Energy Class:
  মেইন কাজ হল এক্সেসিভ কারেন্ট এর এন্ট্রি ব্লক করা।
যেহেতু ফল্ট কারেন্ট ডিটেক্ট করে ট্রিপ করতে কিছুটা সময় ব্যায় হয়, এতে কিছুটা শক্তি উৎপন্ন হয়ে থাকে।
এফিসিয়েন্ট কাজের জন্যে এর মান কম হওয়া উচিত।
class 1, class 2, class 3 দ্বারা বুঝানো হয়ে থাকে।

- Pollution Degree:
সাধারণ কাজের জন্যে এর মান হলেই চলবে।
কিন্তু অপরিষ্কার, আদ্র আবহাওয়ার জন্যে এর মান হওয়া বাঞ্ছনীয়।


Type B MCB:
Operating Current: This type of MCB trips between 3 and 5 times rated current (In).
Operating Time:04 To 13 Sec
For example a 10A device will trip at 30-50A.
Application: Domestic applications or light commercial applications where connected loads are primarily lighting fixtures, domestic appliances with mainly restive elements.
Suitable for: Restive Load application (Lighting , Small Motor)

Type C MCB:
Operating Current: This type of MCB trips between 5 and 10 times full load current.
Operating Time:04 To 5 Sec
Application: commercial or industrial type of applications, fluorescent lighting, motors etc where there could be chances of higher values of short circuit currents in the circuit.
Suitable for: Inductive Load application (Pumps, Motor, fluorescent lighting.)

Type D MCB:
Operating Current: This type of MCB trips between 10 and 20 times full load current.
Operating Time:04 To 3 Sec
Application: specialty industrial / commercial uses (Transformers or X-ray machines, large winding motors, discharge lighting, large battery charging). Where current inrush can be very high.
Suitable for: Inductive- Capacitive Load application (Pumps, Motor)

Type K MCB:
Operating Current: This type of MCB trips between 8 and 12 times full load current.
Operating Time:04 To 5 Sec
Application: Suitable for inductive and motor loads with high inrush currents.

Type Z MCB:
Operating Current: This type of MCB trips between 2 and 3 times full load current.
Operating Time:04 To 5 Sec
Application: These types of MCBs are highly sensitive to short circuit and are used for protection of highly sensitive devices such as semiconductor devices.

That’s all for today.

join this group to stay update:
https://www.facebook.com/groups/320906725525742/

To check other articles regarding EEE , click (view web version) below...


SCADA-কিভাবে পাওয়ার সিস্টেম এ ভূমিকা রাখেঃ

Electrometa-welcome here


remote terminal unit of a generating station connected to feeder



SCADA
পাওয়ার গ্রিড অটোমেশনের ক্ষেত্রে SCADA বহুলপ্রচলিত বিশ্বব্যাপী।
অটোমেশনের যুগে বাংলাদেশ, পিএলসিসহ আরো অনেক ইকুইপমেন্ট এর সহায়তায় দেশের দূরবর্তী সকল পাওয়ার প্ল্যান্টগুলোকে এক নেটওয়ার্ক এর আওতায় আনতে স্ক্যাডা কাজ করে।
কখনো মনে হয় কি , যে কিভাবে ১০০০০-১২০০০মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপাদিত হচ্ছে, এর পুরোটাই ব্যবহার হয়ে যাচ্ছে নিমিষেই। বাড়তি বা কম হচ্ছে না কেন???

- এর কারণ হল, প্রতিটি সাবস্টেশন থেকে লোড ডিমান্ড শুনে জেনারেটিং স্টেশন গুলোকে জানিয়ে দেওয়া হয়, ফলে সময়ভেদে সে অনুযায়ী উৎপাদন করা হয়।
পিক আওয়ারে দেশের সব পাওয়ার প্ল্যান্ট রানিং থাকে।
আবার দেশের উৎপাদিত মোট পাওয়ার রিজিওন ভেদে তৎক্ষণাৎ ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। কাজটি ঘটে খুবই অল্প সময়ের মধ্যে।
কেননা এসি স্টোর করা যায়না।
Supervisory Control and Data Acquisition
এটা হল PLCC এর আপডেট ভার্সন -যা দ্বারা সম্পূর্ণ পাওয়ার সিস্টেমকে একছাদের নিচে নিয়ে এসে অপারেট করা হয়।
প্রতিটি প্ল্যান্ট প্রতিটি প্ল্যান্টের সাথে কানেক্টেড থাকাই হল ইন্টারকানেক্টেড গ্রিড।
এর ফলে কোন জায়গায় ডিমান্ড কতজেনারেশন কতটুকু বাড়াতে/কমাতে  হবে, কোন জায়গার লোড শিডিউলিংপ্ল্যান্ট টু প্ল্যাণ্ট ফ্রিকুয়েন্সী কিভাবে মেইনটেইন করতে হবে ইত্যাদি হিসাব করার জন্যেই SCADA বিশ্বব্যাপী ব্যবহার করা হয়ে থাকে।


যেসবের সমন্বয়ে SCADA কাজ করে:
- Supervisory Computers
- Programmable Logic Controllers
- Human machine Interface
- Remote Terminal Units
- Communication Infrastructure 

বর্তমানে বাংলাদেশেও বহুলভাবে ব্যবহার করা হচ্ছে। NLDC(National Load Dispatch Centre) SCADA দ্বারাই দেশজুড়ে উৎপাদিত বিদ্যুৎ প্রয়োজন অনুসারে বন্টন করে থাকে, কেননা এসি- কে সংরক্ষন করা যায় না।
যা উৎপাদিত হয়, তা ওই কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবহার করে ফেলতে হয়, এর ১০০% কৃতিত্ব NLDC এর।

চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে জেনারেশন, ট্রান্সমিশনডিস্ট্রিবিউশন SCADA ভূমিকা রাখে
:
জেনারেশন এর ক্ষেত্রে:

-
ধারাবাহিকভাবে জেনারেটর, টার্বাইন ইত্যাদির স্পিড ফ্রিকুয়েন্সী মনিটরিং করা
-
কয়লা ডেলিভারি দেওয়া বয়লারে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস কন্ট্রোল করা
-
সার্কিট ব্রেকার, রিলেসহ প্রটেক্টিভ ডিভাইস গুলোর সার্বক্ষণিক তদারকি করা
-
জেনারেটিং স্টেশন এর অপারেশন প্ল্যান করার ক্ষেত্রে
-
জেনারেশনের সময় অ্যাক্টিভ রিয়্যাক্টিভ পাওয়ার কন্ট্রোল রাখার জন্যে।
-
টার্বাইন প্রটেকশন এর জন্যে দরকারি উদ্যোগ নেওয়ার জন্যে।
-
লোড শিডিউলিং মেইন্টেইন করার জন্যে
-
সকল জেনারেশন সম্পর্কিত প্যারামিটার গুলোর ইতিহাস পর্যালোচনা করে ডাটা প্রসেস করে রেখে স্টাডি করা।
-
ডিমান্ড অনুসারে জেনারেশন বাড়ানো কমানোর জন্যে

এবার আসি ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে:

-
একটা নির্দিষ্ট হাই পাওয়ার ফ্যাক্টর মেইন্টেইন করে পাওয়ার সিস্টেমের স্ট্যাবিলিটি বৃদ্ধি করার জন্যে
-
পিক পাওয়ার ডিমান্ড লিমিট করে
-
স্বাভাবিক অস্বাভাবিক কন্ডিশনে বিভিন্ন ইলেক্ট্রিক্যাল প্যারামিটার পর্যালোচনা করে সমগ্র ডিস্ট্রিবিউশন লাইনের উপর নজর রাখার ক্ষেত্রে
-
দূরবর্তী স্থানের ক্ষেত্রে পাওয়ার ক্যালকুলেশনের অতীত পর্যবেক্ষন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে গ্রাহকের সমস্যা দূরীভূত করা।
-
খুব সহজে সমস্যা বের করে তাড়াতাড়ি প্রতিকারের ব্যবস্থা করা এবং অপারেটরদের সমস্যাকবলিত স্থান চিহ্নিতকরণে সাহায্য করা।
-
স্মার্ট মিটার সিস্টেমের ফলে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং এর পদ্ধতি বিলুপ্ত হয়ে যাবে, ফলে মিটার রিডারদের কষ্ট করে মিটার রিডিং নিতে হবে না। উপরন্তু এর ফলে মিটার রিডিং এর ক্ষেত্রে হওয়া কারিচুপি হ্রাস পাবে।


ট্রান্সমিশন এর ক্ষেত্রে:


-
উৎপাদিত বিদ্যুৎ হাই ভোল্টেজ লাইনের মাধ্যেমে নির্ধারিত জায়গায় প্রেরণ এবং লোডের উদ্দেশ্য ডিস্প্যাচ করে দেওয়ার ক্ষেত্রে কাজ করে, এবিষয়ে অপারেটর দের গ্রিড লাইনের আপডেট দিয়ে থাকে, যাতে কোনো সমস্যায় খুব দ্রুত ফিডব্যাক দেওয়া যায়।
এছাড়াও,
সাবস্টেশন মনিটরিং+ বাস ভোল্টেজ কন্ট্রোলবাস লোড ব্যালান্সিং, ওভারলোড কন্ট্রোলট্রান্সফর্মার প্রটেকশন, বাস ফল্ট প্রটেকশন সহ আরো অনেক সুবিধা দিয়ে থাকে।
প্ল্যান্টে না থেকেও বাইরে থেকে প্ল্যান্ট পরিচালনা করা যায়, এতে করে প্ল্যান্ট ইফিসিয়েন্সী বৃদ্ধি সহ খরচ অনেক কমিয়ে আনা সম্ভব হয়।


SCADA system continuously monitors the status of various equipments in substation and accordingly sends control signals to the remote control equipments. Also, it collects the historical data of the substation and generates the alarms in the event of electrical accidents or faults.



Featured post

BPSC Preparation(Technical _9Th grade)

Electrometa-welcome here BPSC JOB Sector & Its preparation. প্রথমেই বলে নেই BPSC মানে বাংলাদেশ পাব্লিক সার্ভিস কমিশন, যাকে দেশের নাগর...

Popular Ones