ট্রান্সফর্মার নিয়ে তেমন কিছু না বলে সরাসরি এর টেস্ট এর বিষয়ে আলাপ শুরু করা যাক:
ট্রান্সফর্মার তার কার্যপদ্ধতি সঠিকভাবে সম্পন্ন করছে কিনা সেসব সম্পর্কে জানতে এসব টেস্ট করা হয়।
ট্রান্সফর্মার টেস্ট ৩ প্রকার:
- Type Test
- Special Test
- Routine Test
Type Test:
- এটি এমন ট্রান্সফর্মার টেস্ট যার সাহায্যে ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল।প্যারামিটার ঠিক আছে কিনা ও তাদের গুনগত মান ঠিকঠাক আছে কিনা সেসব দেখার জন্যে এই টেস্ট করা হয়ে থাকে।
Type Test এর মধ্যে রয়েছে:
√ Transformer Ratio Test
- Transformer winding resistance measurement
- Transformer vector group Test
- Impedance voltage/short ckt impedance and load loss measurement
- No-load Loss and current measurement
- Insulation Resistance measurement
- Transformer Di-electric Test
- Temperature Rising Test
- Load Tap changing Test
- Vaccum Test of Tank and Radiator
Routine Test:
- Transformer winding Resistance Test
- Phase to Phase coil winding Test of HT and LT side of Transformer
- Transformer Ratio Test
- Transformer Vector group test
- Impedance voltage/short ckt impedance and load loss measurement
- Insulation Resistance measurement
Insulation resistance test of transformer |
- Transformer Di-electric Test
- Load Tap changing Test
- Oil pressure Test
- No load Loss and current measurement
পার্থক্য হল Temperature Rising Test and Vaccum Test.
special Test :
- Di electric test
- 3phase Transformer and Zero sequence Impedance Test
- Short Circuit Test
- Noise level Testing
- No load current harmonic measurement
- Power measurement from Fan and Pump
- Buccholz relay, Temperature Indicator, Pressure Relief Device and Oil Protection System Test
১১০০০/৪১৫ ভোল্টের থ্রি ফেজ ট্রান্সফর্মার এর ভোল্টেজ রেশিও ২৬.৫০৬.
ডাই ইলেক্ট্রিক টেস্ট করা হয় এর ইন্সুলেশন রেজিস্টেন্স মাপার জন্যে.মেগারমিটার দ্বারা এই পরীক্ষা করা হয়
Megger Meter |
হাই ভোল্টেজ টেস্ট করা হয় ট্রান্সফর্মারের ভিতরে থাকা ডাই ইলেক্ট্রিক ম্যাটেরিয়াল এর শক্তি পরিমাপ করার জন্যে
ট্রান্সফর্মারে এটি ট্রান্সফর্মার ওয়েল নামে পরিচিত যার ডাই ইলেক্ট্রিক স্ট্রেন্থ ৪০-৭০কেভি পর্যন্ত হয়।
১১০০০/৪১৫ ভোল্টেজের স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ক্ষেত্রে HT সাইডে ১১০০০*২.৫= ২৭৫০০/২৮০০০V সাপ্লাই দেওয়া হয়।
৩৩ কেভি লাইনের ট্রান্সফর্মারের ক্ষেত্রে ৭০কেভি ভোল্টেজ দেওয়া হয়ে থাকে।
বাকিটেস্ট গুলো আগামী পোস্টে আসবে।
Stay tuned for Next Post